বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসি জানিয়েছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ হারলে ৪ রেটিং পয়েন্ট হারাবে।
নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪
রেটিং পয়েন্ট হারিয়েছে। সিরিজ শুরুর আগে সাতে থাকা বাংলাদেশের রেটিং
পয়েন্ট ছিল ৯৫। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় বাংলাদেশের বর্তমান
রেটিং পয়েন্ট ৯১। আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। ৪
রেটিং পয়েন্ট হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে
মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি
ওয়ানডে খেলবে পাকিস্তান। শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে
র্যাঙ্কিংয়ে লাফ দেওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে
থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে বাংলাদেশ।
যদি এ সময়ে র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে না পারে তাহলে ২০১৮ সালে
আইসিসি সহযোগী দেশের সঙ্গে কোয়ালিফাইং ম্যাচ খেলে বিশ্বকাপের টিকেট পেতে
হবে বাংলাদেশকে। ২০১৮ সালে কোয়ালিফাইং টুর্নামেন্টের ম্যাচগুলো বাংলাদেশে
অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment