নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের
টুয়েন্টি-টুয়েন্টি সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে না থাকা তাইজুল ইসলাম ও
শুভাগত হোম সুযোগ পেয়েছেন প্রথম টি-২০তে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান
মিরাজ ও তানবীর হায়দার। আর প্রথমবারের মত টি-২০ দলে ডাক পেলেন পেসার
শুভাশিষ রয়।
নিউজিল্যান্ডের
বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় শুভাশিষের। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ১
উইকেট নেন তিনি। এবার টি-২০ স্কোয়াডেও প্রথমবারের মত ডাক পেলেন তিনি।
এখন
পর্যন্ত বাংলাদেশের হয়ে টি-২০ ম্যাচ না খেলা তাইজুল ইসলামও আছেন এই
স্কোয়াডে। ১১ টেস্ট ও ৪ ওয়ানডেতে যথাক্রমে ৪৩ ও ৫ উইকেট নিয়েছেন তাইজুল।
গত
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলা শুভাগত হোমকেও
রাখা হয়েছে এই স্কোয়াডে। ফর্ম না থাকলেও, ওপেনার সৌম্য সরকারের প্রতি এখনও
আস্থা রেখেছেন নির্বাচকরা। তাই টি-২০ স্কোয়াডেও জায়গা হয়েছে তার।
তবে
টি-২০ স্কোয়াডে জায়গা হয়নি মিরাজ ও তানবীরের। ওয়ানডে সিরিজের একাদশে মিরাজ
সুযোগ না পেলেও, শেষ দুই ওয়ানডে খেলেছেন তানবীর। তবে তার পারফরমেন্স মোটেও
আশানুরূপ ছিল না। তারপরও টি-২০ দলে আছেন তানবীর।
তিন
ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। নেপিয়ারে
আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে টি-২০ সিরিজ। পরের দু’টি হবে ৬ ও ৮
জানুয়ারি।
বাংলাদেশের
প্রথম টুয়েন্টি টুয়েন্টি স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব
আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির
রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন
আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশিষ রয়, তাইজুল ইসলাম ও নুরুল
হাসান সোহান। বাসস।
No comments:
Post a Comment