বিগত দুই বছরে ওয়ানডে ক্রিকেটে অনেক
উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর
ইংলিশদের কাছে তা হাতছাড়া করলেও গত দুই বছরে প্রাপ্তির পাল্লাই ভারী।
এবার
প্রায় আড়াই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা।
ইতোমধ্যে টাইগারদের সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৬ ডিসেম্বর
বক্সিংডে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের
বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ
সিরিজ খেলবেন মাশরাফিরা।
তবে
এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন টাইগাররা।
বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষেও একটি প্রস্তুতি
ম্যাচে অংশ নেবেন মাশরাফিরা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:
তারিখ
|
ম্যাচ
|
বাংলাদেশ সময়
|
ভেন্যু
|
২৬-১২-২০১৬
|
প্রথম ওয়ানডে
|
ভোর ৪টা
|
ক্রাইস্টচার্স
|
২৯-১২-২০১৬
|
দ্বিতীয় ওয়ানডে
|
ভোর ৪টা
|
নেলসন
|
৩১-১২-২০১৬
|
তৃতীয় ওয়ানডে
|
ভোর ৪টা
|
নেলসন
|
৩-১-২০১৭
|
প্রথম টি-টোয়েন্টি
|
সকাল 12টা
|
নেপিয়ার
|
৬-১-২০১৭
|
দ্বিতীয় টি-টোয়েন্টি
|
সকাল ৮টা
|
মাউন্ট মঙ্গানুই
|
৮-১-২০১৭
|
তৃতীয় টি-টোয়েন্টি
|
সকাল ৮টা
|
মাউন্ট মঙ্গানুই
|
১২-১৬ জানুয়ারি
|
প্রথম টেস্ট
|
ভোর ৪টা
|
ওয়েলিংটন
|
২০-২৪ জানুয়ারি
|
দ্বিতীয় টেস্ট
|
ভোর ৪টা
|
ক্রাইস্টচার্স
|
No comments:
Post a Comment