ব্র্যাডম্যান-পন্টিং-ম্যাককালামদের পাশে কোহলি

এক বছরে তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরির তালিকায় নাম তুলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাইয়ে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রানের দানবীয় ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এবং চলতি বছরই তৃতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ নিলেন কোহলি। 
 
ফলে এক বছরে তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, অসিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের পাশে বসলেন কোহলি। ব্র্যাডম্যান-পন্টিং-ম্যাককালাম এক বছরে তিনটি করে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২ সালে চারটি ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্লার্ক।
 
এক বছরে তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরি করা খেলোয়াড়রা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ২০০ সাল
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ১০২৮ ৩২৯* ৫১৪.০০ ২০১২
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৮২০ ৩৩৪ ২৭৩.৩৩ ১৯৩০
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৭০৫ ২৫৭ ২৩৫.০০ ২০০৩
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৭২৮ ৩০২ ২৪২.৬৬ ২০১৪
বিরাট কোহলি (ভারত) ৬৪৬ ২৩৫ ২১৫.৩৩ ২০১৬
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget