এক বছরে
তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরির তালিকায় নাম তুলেছেন ভারতের অধিনায়ক বিরাট
কোহলি। মুম্বাইয়ে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রানের দানবীয় ইনিংস
খেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এবং চলতি বছরই তৃতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ
নিলেন কোহলি।
ফলে
এক বছরে তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন
ব্র্যাডম্যান, অসিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের সাবেক
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের পাশে বসলেন কোহলি।
ব্র্যাডম্যান-পন্টিং-ম্যাককালাম এক বছরে তিনটি করে ডাবল-সেঞ্চুরি
হাঁকিয়েছিলেন। তবে এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক
অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২ সালে চারটি ডাবল-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন
ক্লার্ক।
এক বছরে তিন বা ততোধিক ডাবল-সেঞ্চুরি করা খেলোয়াড়রা :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ২০০ সাল
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ৪ ৪ ১০২৮ ৩২৯* ৫১৪.০০ ৪ ২০১২
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৩ ৩ ৮২০ ৩৩৪ ২৭৩.৩৩ ৩ ১৯৩০
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৩ ৩ ৭০৫ ২৫৭ ২৩৫.০০ ৩ ২০০৩
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৩ ৩ ৭২৮ ৩০২ ২৪২.৬৬ ৩ ২০১৪
বিরাট কোহলি (ভারত) ৩ ৩ ৬৪৬ ২৩৫ ২১৫.৩৩ ৩ ২০১৬
No comments:
Post a Comment