টেস্টের শীর্ষ দুই বোলার অশ্বিন-জাদেজা

টেস্ট বোলার র‌্যাংকিংয়ের ১ ও ২ নম্বর দখল নিয়েছেন দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে প্রথমবারের মতো দুই নাম্বারে উঠে এসেছেন জাদেজা।
 
এর আগে ১৯৭৪ সালে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ দুই জায়গার দখল নিয়েছিলেন লেফট আর্ম স্পিনার বিষেণ সিং বেদি ও লেগস্পিনার ভগবত চন্দ্রশেখর। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন অশ্বিন ও জাদেজা। অশ্বিন ৩০.২৫ গড়ে ২৮ উইকেট নিয়েছেন এবং জাদেজা ২৫.৮৪ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। দুই নাম্বারে উঠে আসার পথে জাদেজা পেছনে ফেলেছেন জশ হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথকে।
 
গত অক্টোবরের ডেল স্টেইন ও জেমস অ্যান্ডারসনকে পেছনে ফেলা অশ্বিন তার শীর্ষস্থানটা এখনো ধরে রেখেছেন। জাদেজা টেস্টের সেরা অলরাউন্ডারের তালিকায়ও তিন নম্বরে উঠে এসেছেন। তার আগে দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। এখানেও শীর্ষস্থানে আছেন অশ্বিন। এছাড়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করা মিচেল স্টার্ক ক্যারিয়ার সেরা ছয় নম্বর স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। ক্রিকইনফো।

No comments:

Post a Comment

Recent Posts Widget