জাতীয়
ক্রিকেট লিগে বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুল। ঢাকা
বিভাগের বিপক্ষে হাত ঘুরিয়ে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।
প্রথম
ইনিংসে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ৩৯ রান করেন টেস্ট ক্রিকেটের
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মাত্র ১৭ বছর ৬১ দিনের কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে
নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর
মধ্যকার ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে আশরাফুলের ঢাকা মেট্রো। ৬
উইকেট হাতে নিয়ে মাত্র ৬ রানের লিড তাদের।
প্রথম
ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় মেট্রো। এরপর ১৮৭ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ।
এই ইনিংসেই ১৫ ওভার বল করে ৪৭ রানে ৩ উইকেট নেন আশরাফুল। ২১ রানের লিড নিয়ে
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো।
এই ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে অপরাজিত আছেন আশরাফুল।
বাসস।
No comments:
Post a Comment