বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে শুরুতেই
ইমরুল কায়েসকে হারানোর পর ভাল জুটি গড়ার চেষ্টা করছিল তামিম ইকবাল ও
মুমিনুল হক। ৫০ বলে ব্যক্তিগত ৫৬ রানে তামিমের বিরুদ্ধে এলডব্লিউয়ের আবেদন
করেন বোল্ট। কিন্তু তা নাকচ করে দেয় আম্পায়ার। এ সময় নিউজিল্যান্ড রিভিউ
আবেদন করলে দেখা যায়, তামিমের প্যাডে আঘাত করা বলটি আলতো করে মিডেল স্টাম্প
ছুঁয়ে যাবে। ফলে মাঠে দেয়া সিদ্ধান্ত বাতিল করে তামিমকে আউট ঘোষণা করেন
থার্ড আম্পায়ার।
৬০
রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশের ক্ষয়-ক্ষতি মেরামতের দায়িত্ব পরে
মুমিনুল ও মাহমুদুল্লাহর হাতে। ২৯ ওভার শেষে দলীয় ১১৯ রানে ব্যাট করছে
তারা। বৃষ্টির কারণে আবারো ম্যাচ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ৪৮ রানে নট আউট
মুমিনুল। অপরপ্রান্তে ১৩ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আহ্বান জানায় নিউজিল্যান্ড।
No comments:
Post a Comment