প্রশংসা ও বিতর্কের মধ্যেই বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা। ২০২৬
থেকে আর ৩২ নয়, ৪৮ দেশ নিয়ে হবে ফিফা বিশ্বকাপ। কিছুদিন আগেই ফিফা
প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে উৎসাহ
প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বকাপকে এই নতুন অবতারে মোড়া হচ্ছে যাতে আরও
বেশি দেশ সুযোগ পায় ফুটবলের সেরা টুর্নামেন্টে খেলতে। কারণ ফিফার সদস্য
দেশের মধ্যে এরকম প্রচুর দেশ আছে, যাদের বিশ্বকাপ খেলার সুযোগ হয় না। তাদের
কথা ভেবেই ইনফান্তিনো চেয়েছিলেন বিশ্বকাপে দল বাড়ানো হোক।
ফিফা প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবশ্য আইনের দ্বারস্থ হতে চলেছে লা লীগা। স্প্যানিশ লীগের কর্তারা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, এরকম কোনো সিদ্ধান্ত নেয়ার আগে যাতে প্রতিটা ইউরোপীয় লীগের সঙ্গে আলোচনায় বসা হয়। কারণ ফুটবলারদের বিষয় ক্লাবগুলোর মতামতও গুরুত্বপূর্ণ। কিন্তু লা লীগা কর্তাদের অভিযোগ, এ রকম কোনো বৈঠক না করেই হঠাৎ বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা।
লা লীগার অভিযোগ অনুযায়ী, ফুটবলাররা প্রতি মৌসুমে ক্লাবের সঙ্গে খুব বেশি সময় থাকতে পারবেন না। তাতে ফিটনেসে সমস্যা হতে পারে। যে কারণে ফিফার বিরুদ্ধে মামলা করবে লা লীগা।
মরিনহো অবশ্য মনে করছেন, গ্রুপে দুটো করে ম্যাচ মানে আরও জমে উঠবে টুর্নামেন্ট। ‘নতুন ফরম্যাটে দুটো করে ম্যাচ মানে ছোট ছোট দলগুলো আগেই বিদায় নেবে। গ্রুপ পর্বকে আর কেউ হালকাভাবে নিতে পারবে না,’ বলেছেন দ্য স্পেশাল ওয়ান। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দিয়েগো ম্যারাডোনাও বলেছেন, ‘আমি খুব খুশি জিয়ান্নির সিদ্ধান্তে। কারণ বাকি দেশগুলো যারা আগে ভাবত কোয়ালিফাই করার সুযোগ নেই, তারাও এ বার স্বপ্ন দেখবে।’
৪৮ দেশের বিশ্বকাপ, অর্থাৎ প্রায় হাজারের ওপর ফুটবলার খেলবেন। যে কারণে ফিফা চাইছে বড় কোনো দেশকে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দিতে। আপাতত ফেভারিটের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়েবসাইট।
No comments:
Post a Comment