পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ঝড়ো সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
ফলে
কোন টেস্টের প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি করা বিশ্বের পঞ্চম
ব্যাটসম্যান ওয়ার্নার। তাই অনন্য রেকর্ডের তালিকায় নিজের নাম তুললেন অসি এই
ওপেনার।
সিডনিতে
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে টেস্টের প্রথম দিনই ব্যাটিং করার
সুযোগ পান অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। ব্যাটিং-এ নেমেই মারমুখি মেজাজে
শুরু করেন তিনি। ফলে ৪২ বল মোকাবেলা করেই হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।
এরপর
মধ্যাহ্ন বিরতির বেশ আগেই ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে
নেন ওয়ার্নার। ফলে টেস্ট ইতিহাসে বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ম্যাচের
প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরির স্বাদ নিলেন এই বাঁ-হাতি।
ওয়ার্নারের
আগে এই তালিকায় নাম উঠেছে অস্ট্রেলিয়ার ট্রাম্পার, ম্যাকাটর্নি,
ব্র্যাডম্যান ও পাকিস্তানের মাজিদ খান। ১৯০২ সালে ট্রাম্পার, ১৯২৬ সালে
ম্যাকাটর্নি, ১৯৩০ সালে ব্র্যাডম্যান ও ১৯৭৬ সালে মাজিদ এমন বিরল রেকর্ড
গড়েন। বাসস
ইত্তেফাক
No comments:
Post a Comment