ইএসপিএন ক্রিকইনফোর দর্শক জরিপে সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত
বছর ভারতের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ভারত ১২টি টেস্ট
খেলে ৯টিতে জিতেছে, ড্র করেছে তিনটি। একটিও হারেনি! শুধু তাই নয়, বিরাট
কোহলি ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে বর্ষসেরা ব্যাটসম্যান পুরস্কারও পেয়েছেন।
টেস্টে তার রানের গড় ৬২.৪৬, ওয়ানডেতে ৯২.৩৭ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে
১০৬.৮৩ রান।
শুক্রবার
রাতে ক্রিকইনফো নিজেদের ওয়েবসাইটে ২০১৬ সালের সেরা খেলোয়াড়দের নামের
তালিকা প্রকাশ করেছে। দশমবারের মতো ঘোষিত বর্ষসেরা পুরস্কারের জন্য এবার
১২টি ক্যাটাগরিতে ৯৫ জন ক্রিকেটারকে মনোনয়ন দিয়েছিল ক্রিকইনফো। সেখান থেকে
দুই নারী ক্রিকেটারসহ ১২ জনকে পুরস্কার দেয়া হয়।
১. বর্ষসেরা অধিনায়ক : বিরাট কোহলি
২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস
৩. বর্ষসেরা টেস্ট বোলার : ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড,
৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক,
৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন,
৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস বার্থওয়েট,
৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান,
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ,
৯. বর্ষসেরা অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ,
১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী,
১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস,
১২. বর্ষসেরা নারী বোলার : নিউজিল্যান্ডের লেই কেসপেরেক এবং
১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
২. বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান : ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস
৩. বর্ষসেরা টেস্ট বোলার : ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড,
৪. বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান : দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক,
৫. বর্ষসেরা ওয়ানডে বোলার : ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন,
৬. বর্ষসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস বার্থওয়েট,
৭. বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার : বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান,
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ,
৯. বর্ষসেরা অ্যাসোসিয়েট ব্যাটসম্যান : আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ,
১০. বর্ষসেরা অ্যাসোসিয়েট বোলার : আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী,
১১. বর্ষসেরা নারী ব্যাটসম্যান : ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউস,
১২. বর্ষসেরা নারী বোলার : নিউজিল্যান্ডের লেই কেসপেরেক এবং
১৩. বর্ষসেরা স্ট্যাটসগুরু অ্যাওয়ার্ড : ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ইত্তেফাক
No comments:
Post a Comment