অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন বেন স্টোকস। ধারণা করা হচ্ছিল, এবারের
আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন এই ইংলিশ অলরাউন্ডার। হলোও তাই। ১৪
দশমিক ৫ কোটি রুপিতে এই তারকা ক্রিকেটারকে কিনল ধোনির পুনে সুপারজায়ান্টস।
বেন স্টোকসকে দলে ভোড়াতে দারুণ তোড়জোড় শুরু করে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস
ইলেভেন পাঞ্জাব ও পুনে। শেষমেশ রেকর্ড দামে তাঁকে কিনে নেয় পুনে।
এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনে নিয়েছে দিল্লি। এক কোটি
রুপিতে তাঁকে ভেড়াল ডেয়ারডেভিলরা। লঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো
ম্যাথুসকেও দলে ভেড়াতে সক্ষম হয়েছে দিল্লি। দুই কোটি রুপিতে দিল্লি যাচ্ছেন
লঙ্কান অধিনায়ক। দুই কোটি রুপিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে দলে
নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
গত আসরে সর্বোচ্চ দাম পাওয়া পবন নেগিকে কিনেছে কোহলির দল ব্যাঙ্গালুরু।
এবার মাত্র এক কোটি রুপি দাম পেয়েছেন নেগি। মার্টিন গাপটিল, জেসন রয়,
ইরফান পাঠানের মতো তারকা ক্রিকেটাররা অবিক্রীত রয়ে গেছেন।
No comments:
Post a Comment