দশম
আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের
অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর
ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল শেন
ওয়াটসনের দখলে। তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।
নিলামের প্রথম প্লেয়ার মার্টিন গাপ্টিল। ৫০ লাখ বেস প্রাইজ। বিক্রি হল না।
**২ কোটি টাকা বেস প্রাইজে ইয়ন মর্গ্যানকে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।
**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিওন।
**৩০ লখে মানপ্রীত গোনিকে কিনে নিল গুজরাট।
**২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পাঞ্জাব।
**নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পাঞ্জাব।
**প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।
**ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।
**ঋষি ধবনকে ৫৫ লখে কিনে নিল কেকেআর।
**৩০ লাখ বেস প্রাইজ থেকে করণ শর্মাকে মুম্বাই কিনে নিল ৩.২ কোটিতে।**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিওন।
**৩০ লখে মানপ্রীত গোনিকে কিনে নিল গুজরাট।
**২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পাঞ্জাব।
**নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পাঞ্জাব।
**প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।
**ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।
**ঋষি ধবনকে ৫৫ লখে কিনে নিল কেকেআর।
**ওয়েস্ট ই্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার দল পেলেন না।
**ইংলিশ পেসার ক্রিস ওকসকে ২ কোটি বেস প্রাইজ থেকে কেকেআর কিনে নিল ৪.২ কোটিতে।
**ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস ও অস্ট্রেলিয়ার নিক ম্যাডিসন দল পেলেন না।
**বাদ্রীনাথ ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গারও দল পেলেন না।
**১০ লাখে প্রভীন থাম্বেকে তুলে নিল হায়দ্রাবাদ।
**আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে চার কোটিতে কিনে নিল হায়দ্রাবাদ।
**সরবজিৎ লাড্ডা দল পেলেন না।
**স্পিনার মুরুগান অস্বিনকে ১০ লাখ বেস প্রাইজ থেকে এক কোটিতে কিনে নিল দিল্লি।
**বাসিল থাম্পিকে ১০ লখ বেস প্রাইজ থেকে ল৮৫ লখে কিনে নিল গুজরাত।
**নাথু সিংহকে ৫০ লাখে কিনে নিল গুজরাত।
**মিডিয়াম পেসার নটরাজনকে তিন কোটিতে কিনে নিল পাঞ্জাব।
**অঙ্কিত চৌধুরীকে নিয়ে অনেক টানাটানি হয়েছিল। অঙ্কিত চৌধুরীকে ২ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু।
**প্রাক্তন কেকেআর উইকেটকিপার মানবিন্দার বিসলা দল পেলেন না।
**একলব্য দ্বিবেদীকে ৭৫ লখে কিনে নিল হায়দরাবাদ।
**২৫ লাখে আদিত্য তারেকে কিনে নিল দিল্লি।
**মনন শর্মা, প্রবীন দুবে, শিবন দুবে ও রুশ কালারিয়া বিক্রি হলেন না।
**কে গৌথমকে ২ কোটিতে কিনে নিল মুম্বাই।
**প্রথম আফগান প্লেয়ার হিসেবে আইপিএলে দল পেলেন মোহাম্মদ নবী। ৩০ লাখে তাঁকে কিনে নিল হায়দ্রাবাদ।
**আফগানিস্তানের আসগর স্টানাকজাইও থেকে গেলেন অবিক্রিতই।
**৩০ লাখ বেস প্রাইজের উনমুক্ত চাঁদকে কিনল না কেউ।
**১০ লাখে অঙ্কিত বাওয়ানেকে কিনে নিল দিল্লি।
**পৃথ্বী শা ও উমঙ্গ শর্মা ১০ লাখ বেস প্রাইজ নিয়েও বিক্রি হলেন না।
**ইশ সোধি, ব্র্যাড হগ ও প্রজ্ঞ্যান ওঝাও বিক্রি হলেন না।
**ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইজ নিয়েও বিক্রি হলেন না ইশান্ত শর্মা।
**দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবট বিক্রি হল না।
**বেস প্রাইজ ২ কোটিতে মিশেল মার্শকে কিনে নিল মুম্বাই।
**৪.৫ কোটিতে প্যাট কামিনসকে কিনে নিল দিল্লি।
**ইংল্যান্ড পেসার টাইমাল মিলসকে নিয়ে টানাটানি চলল মুম্বাই, পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে। টাইমাল মিলসকে রেকর্ড ১২ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু।
**নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পাঁচ কোটিতে কিনে নিল কলকাতা।
**১ কোটি বেস প্রাইজ থেকে পাঁচকোটিতে রাবাদাকে কিনে নিল দিল্লি।
**অস্ট্রেলিয়ার নাথান কাল্টার-নাইল বিক্রি হলেন না।
**বিক্রি হলেন না দীনেশ চান্দিমাল।
**ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস বিক্রি হলেন না।
**৩০ লাখ বেস প্রাইজে নিকোলাস পুরানকে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
**বিক্রি হলেন না ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু ফ্লেচার।
**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে জনি বেয়ারস্টো বিক্রি হলেন না।
**১ লাখ বেস প্রাইজের অস্ট্রেলিয়ান কিপার বেন ডাঙ্ক অবিক্রিতই থেকে গেল।
**ক্রিস জর্ডনকে কেউ নিল না।
**১ কোটি টাকা বেস প্রাইজে কোরি অ্যান্ডারসনকে কিনে নিল দিল্লি।
**বেন স্টোকসকে নিয়ে কাড়াকাড়ি চলছিল দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও পুণের মধ্যে। ৫০ লখ বেস প্রাইজ থেকে বেন স্টোকসকে পুণে কিনে নিল রেকর্ড ১৪ কোটি ৫০ লখে।
**শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে বেস প্রাইজ ২ কোটিতে কিনে নিল দিল্লি।
**৩০ লাখ বেস প্রাইজ থেকে এক কোটিতে পবন নেগিকে কিনে নিল বেঙ্গালুরু।
**ভারতের সৌরভ তিওয়ারিও বিক্রি হলেন না।
**নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর বিক্রি হলেন না।
**ইংল্যান্ড প্লেয়ার অ্যালেক্স হেলসও বিক্রি হলেন না।
**অপ্রত্যাশিতভাবে কেউ নিল না জেসন রয়কে।
No comments:
Post a Comment