শেষ পর্যন্ত বিরাট কোহলির এ উল্লাস স্থায়ী হয়নি |
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ৪৪১
রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
এতে ঘরের মাঠে তিন দিনেই টেস্ট হারের লজ্জা পেল ভারত। প্রথম ইনিংসেও ১০৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। অজিদের স্পিন সামলাতেই ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা।ভারত দুই ইনিংস মিলে মাত্র ৭৪ ওভার ব্যাট করতে পেরেছে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।
হার নিয়ে কোনো অজুহাত দেখাননি কোহলি। তিনি বলেন, আমি কোনো অজুহাত দেখাতে চাই না। মাঝে মাঝে প্রতিপক্ষের ভালো খেলার প্রশংসাও করতে হয়। ভারতের অধিনায়ক বলেন, গত দুই বছরে এটাই আমাদের সবচেয়ে বাজে ব্যাটিং। আমাদের ভুলগুলো নিয়ে অবশ্য কাজ করবো।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।
হার নিয়ে কোনো অজুহাত দেখাননি কোহলি। তিনি বলেন, আমি কোনো অজুহাত দেখাতে চাই না। মাঝে মাঝে প্রতিপক্ষের ভালো খেলার প্রশংসাও করতে হয়। ভারতের অধিনায়ক বলেন, গত দুই বছরে এটাই আমাদের সবচেয়ে বাজে ব্যাটিং। আমাদের ভুলগুলো নিয়ে অবশ্য কাজ করবো।
No comments:
Post a Comment