নিউজিল্যান্ড সফরে শেষ টি-২০ ম্যাচে ফলো থ্রুতে বল থামাতে যেয়ে পেয়েছেন ডান
হাতের বৃদ্ধাঙ্গুলে চোট। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফির লেগে
যাবে ৫ থেকে ৬ সপ্তাহ, তাৎক্ষণিকভাবে বিসিবি’র প্রধান চিকিৎসক এমন আভাস
দিলেও ফিট হয়ে উঠতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টি-২০
অধিনায়কের। পুরোপুরি ফিট হয়ে না ওঠায় শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং- বোলিং
অনুশীলন শুরু করতে পারেননি মাশরাফি। পরিস্থিতির মুখে ইনজুরি থেকে পুরোপুরি
ফিট হয়ে উঠতে মাশরাফিকে আরো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিসিবির
চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘এরই মধ্যে প্রায় ৬ সপ্তাহ শেষ হয়ে গেছে। তার আঙুল
উন্নতির দিকে। ফ্র্যাকশ্চার হওয়া জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে। সাধারণত
৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এক্ষেত্রে হয়তো আট সপ্তাহের মতো লেগে
যাবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বলে আশার কথা শুনিয়েছেন মাশরাফি ‘আজ (গতকাল) স্ক্যান করানো হলো। আশা করি দ্রæত বল হাতে নেওয়ার সুযোগ পাব। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে শুরু হতে এখনও বেশ দেরি আছে। আশা করি ২৫ মার্চের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার মতো ফিট হতে পারব।’
No comments:
Post a Comment