আগামী ৫ এপ্রিল মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ভারতীয় ঘরোয়া
ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর আইপিএল।
বুধবার আইপিএল কর্তৃপক্ষের প্রকাশিত সূচি থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে আইপিএলের নবম আসরে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের বাম-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার দল সানরাইজার্স হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়।
এবারের আসরেও মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। অন্যদিকে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ এবারও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে।
বাংলাদেশ থেকে এই দুই তারকা ক্রিকেটার আইপিএলে অংশ নেয়ার কারণে কেকেআর এবং হায়দারাবাদের ম্যাচের দিকে বাংলাদেশীদের আকর্ষণও থাকে অন্যরকম।
তাই হায়দরাবাদ এবং কেকেআরের ম্যাচের সূচি পাঠকদের জন্য প্রকাশ করা হল।
এদিকে আইপিএলের নবম আসরে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের বাম-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার দল সানরাইজার্স হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়।
এবারের আসরেও মোস্তাফিজকে রেখে দিয়েছে হায়দরাবাদ। অন্যদিকে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ এবারও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে।
বাংলাদেশ থেকে এই দুই তারকা ক্রিকেটার আইপিএলে অংশ নেয়ার কারণে কেকেআর এবং হায়দারাবাদের ম্যাচের দিকে বাংলাদেশীদের আকর্ষণও থাকে অন্যরকম।
তাই হায়দরাবাদ এবং কেকেআরের ম্যাচের সূচি পাঠকদের জন্য প্রকাশ করা হল।
তারিখ | সময় | ম্যাচ |
৫ এপ্রিল | রাত সাড়ে ৮টায়: | হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু |
৭ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | গুজরাট-কেকেআর |
৯ এপ্রিল | বিকাল সাড়ে ৪টায় | হায়দরাবাদ-গুজরাট লায়নস |
৯ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | মুম্বাই-কেকেআর |
১২ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | মুম্বাই ইন্ডিয়ানস-হায়দরাবাদ |
১৩ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | কেকেআর-পাঞ্জাব |
১৫ এপ্রিল | বিকাল সাড়ে ৪টায় | কেকেআর-হায়দরাবাদ |
১৭ এপ্রিল | বিকাল সাড়ে ৪টায় | দিল্লি-কেকেআর |
১৭ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব |
১৯ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস |
২১ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | কেকেআর-গুজরাট |
২২ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | রাইজিং পুনে-হায়দরাবাদ |
২৩ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | কেকেআর-বেঙ্গালুরু |
২৫ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | বেঙ্গালুরু-হায়দরাবাদ |
২৬ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | রাইজিং পুনে-কেকেআর |
২৮ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | পাঞ্জাব-হায়দরাবাদ |
২৮ এপ্রিল | বিকাল সাড়ে ৪টায় | কেকেআর-দিল্লি |
৩০ এপ্রিল | রাত সাড়ে ৮টায় | হায়দরাবাদ-কেকেআর |
২ মে | রাত সাড়ে ৮টায় | দিল্লি-হায়দরাবাদ |
৩ মে | রাত সাড়ে ৮টায় | কেকেআর-রাইজিং পুনে |
৬ মে | বিকাল সাড়ে ৪টায় | হায়দরাবাদ-রাইজিং পুনে |
৭ মে | বিকাল সাড়ে ৪টায় | বেঙ্গালুরু-কেকেআর |
৮ মে | রাত সাড়ে ৮টায় | হায়দরাবাদ-মুম্বাই |
৯ মে | রাত সাড়ে ৮টায় | পাঞ্জাব-কেকেআর |
১৩ মে | বিকাল সাড়ে ৪টায় | গুজরাট-হায়দরাবাদ |
১৩ মে | রাত সাড়ে ৮টায় | কেকেআর-মুম্বাই |
No comments:
Post a Comment