ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মিসবাহ

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বে থাকছেন মিসবাহ-উল-হক। যদিও সাবেক খেলোয়াড়দের সমালোচনার মুখে একসময় গুঞ্জন ছিল মিসবাহর হয়ত ক্যারিয়ার শেষ হতে চলেছে। কিন্তু পাকিস্তানি নির্বাচকরা আরেকবার এই অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই আস্থা রাখার ঘোষণা দিলেন। 
 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে গত দুটি সিরিজে হোয়াইটওয়াশ হবার পরে আগামী মে মাসে ৪৩ বছরে পা রাখতে যাওয়া মিসবাহ’র ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশেষ করে তার অবসর নিয়ে সকলের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার কথা মিসবাহ নিজেই নিশ্চিত করেছেন। আর সে কারণেই নির্বাচক কমিটি তাকে অধিনায়ক হিসেবেই দলে রেখেছেন। আগামী ২২ এপ্রিল থেকে বার্বাডোজে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। 
 
এই সিরিজে এছাড়াও চারটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ অনুষ্ঠিত সিরিজের প্রথম টি২০ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে মিসবাহ বাহিনী। কিন্তু উভয় ফর্মেট থেকেই অবসর গ্রহণ করায় প্রথম দুটি সিরিজে থাকছেন না মিসবাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে পরাজিত হবার পরে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মিসবাহ। কিন্তু সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর পূর্বে তিনি এই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসেন। ১৯৯৯ সালের পরে টানা চতুর্থবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবার পরে সাবেক খেলোয়াড়রা মিসবাহ’র বিদায়ের পক্ষে সহমত পোষণ করেন। 
 
এ পর্যন্ত ক্যারিয়ারের ৭২টি টেস্টের মধ্যে ৫৩টিতে নেতৃত্ব দেয়া মিসবাহকে পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বে পাকিস্তান ২৪টি ম্যাচে জয়ী হয়েছে। ১৮টিতে পরাজিত হলেও ড্র করেছে ১১টি ম্যাচে।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত হবার পরে আজহার আলীকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক নিয়োগ দেয়া হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। ইতোমধ্যেই সরফরাজ পাকিস্তানের টি২০ ফর্মেটের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মিসবাহর পরে টেস্ট দলের অধিনায়ক হিসেবেও তাকেই ফেবারিট মানা হচ্ছে। চলতি সপ্তাহের শেষে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করবেন পাকিস্তানী নির্বাচকরা। পরবর্তীতে টেস্ট দল ঘোষণা করা হবে। বাসস।
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget