শিরোপা বিহীন মৌসুম শেষ হলে স্প্যানিশ ক্লাব রিয়াল মার্দিদ ছেড়ে আগামি গৃষ্মে ইংলিশ ক্লাব ম্যনচেস্টার ইউনাইটেডে বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ যোগ দিতে পারে বলে ব্রিটিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে।
দীর্ঘদিন
ধরেই ক্রুজের ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার কথা শোনা গিয়েছে। ম্যানইউতে ডেভিড
ময়েস এর সময় বিশ্বকাপজয়ী এই খেলোয়ারের যোগ দেয়ার কথা প্রথমবার শোনা গেলেও
পরবর্তীতে সেই আলোচনা আর আগায় নি। ভেস্তে যায় ট্রান্সফার প্রক্রিয়া।
ক্রুজকে দলে ভেরাতে প্রথম চেষ্টা
ব্যর্থ হওয়া সত্ত্বেও বর্তমান রেড ডেভিল বস হোসে মরিনহোও বেশ আগ্রহী
ক্রুজকে নিয়ে। তিনিও চান ক্রুজ যুক্ত হোক রেড ডেভিলদের সঙ্গে।
গত
বছর সাবেক ম্যানইউ বস ডেভিড ময়েস বলেছিলেন, আগামি গৃষ্মে ক্রুজ ইউনাইটেডে
আসার ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছিল। সেসময় তিনি ও তার এজেন্ট দুজনের
সঙ্গে সঙ্গে পাকাপাকি কথা হয়।’
তবে এই ট্রান্সফারের ব্যাপারে ক্রুজ বা তার এজেন্টের থেকে কোন কিছু নিশ্চিত করা হয় নি।
সূত্র জানিয়েছে, ক্রুজ বর্তমান ক্লাবে যদিও খুশি আছে তবে বিশাল অঙ্কের কোন ট্রান্সফার ফি ক্রুজের ভাবনায় পরিবর্তন আনতেও পারে।
No comments:
Post a Comment