এটা মেনে নেয়া বেশ কঠিন : পিএসজি প্রেসিডেন্ট

এটা খুবই হতাশার। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এমন কিছু মেনে নেয়া বেশ কঠিন।'- ম্যাচ শেষে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন কথাই বলেন প্যারিস সেইন্ট জার্মেইনের প্রেসিডেন্ট নাসির আল-খেলাফি। ৮৮ মিনিট থেকে স্টপেজ সময়ের পাওয়া ৫ মিনিটের মধ্যে বার্সেলোনা ৩ গোল পায় বার্সেলোনা।
 
আল-খেলাফি বলেন, তারা দুটি পেনাল্টি পেয়েছে, কিন্তু সেটা আমাদের হারের কোন অজুহাত হতে পারে না। আসলে প্রথমার্ধে আমরা খেলিনি বললেই চলে। আর সেই সুযোগে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে যায়।
 
তিনি আরো বলেন, যাই বলেন না কেন, ৪-০ গোলে প্রথম লেগে এগিয়ে থাকার পর দ্বিতীয় লেগে ৬-১ গোলে হেরে যাওয়া কিছুতেই মেনে নেয়া যায় না। কিন্তু আমাদের এখন মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নেই।
 
পিএসজি প্রেসিডেন্ট বলেন, প্রথম লেগে এভাবে জেতার পর কোয়ার্টার ফাইনালে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিত ছিল, কিন্তু আরো একবার প্রমাণিত হল, ফুটবলে নিশ্চিত বলে কিছু নেই।
 
তিনি বলেন, খেলোয়াড়দের সঙ্গে আমি এখনো কথা বলিনি। এরকম একটি ম্যাচের পর সবাই নিশ্চয়ই বেশ মুষড়ে পড়েছে। এটা কথা বলার সঠিক সময়ও নয়। তবে তাদের সঙ্গে আমি পরে কথা বলব।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget