নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব বের করল নাইকি

বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান নাইকি মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য আরো সুবিধাজনক হিজাব বের করতে যাচ্ছে। ২০১৮ সালে এটি বাজারে আসবে বলে জানায় তারা।
 
এতে আরো ভালভাবে শ্বাস নেয়ার জন্য ছোট ছোট ফুটো থাকবে। পোশাকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন খেলার সময় এর ভাঁজ খুলে না যায়।
 
কয়েক বছর ধরেই খেলাধুলার জন্য বিশেষ ধরনের হিজাব চালু হয়েছে। তবে ক্রীড়া সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে নাইকিই প্রথম মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষ হিজাব তৈরি করেছে।
 
এর আগে ক্যাপস্টার্স ও রিস্পোর্টঅন এর মতো ছোট ক্রীড়া সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান খেলাধুলার জন্য বিশেষ হিজাব তৈরি করে।
 
তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রীড়াবিদ জাহরা লারি নাইকির নতুন এ হিজাবের মডেল হয়েছেন। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাইকের মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষভাবে তৈরি হিজাব পরে একটি ছবি পোস্ট করেছেন। এই নারী সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিনহুয়া।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget