পাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ মঙ্গলবার ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে নিষিদ্ধ
করেছে। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিং
কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এ ফাস্ট বোলারকে ক্রিকেট থেকে সাময়িক
নিষিদ্ধ করা হল।
পিসিবি’র
দেয়া বিবৃতিতে বলা হয়, তদন্ত কাজ আরো এগিয়ে নিতে কর্তৃপক্ষ ইরফানকে একটি
নোটিশ দেয়া হয়েছে এবং পিসিবির দুর্নীতি বিরোধী আচরণ বিধি অনুযায়ী তাকে
সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে
আরো বলা হয়েছে, ইরফানের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আচরণ বিধির দু’টি ধারা
ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং নোটিশের জবাব দিতে ১৪ দিন সময় দেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাকে সকল প্রকার ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে।
একই অভিযোগে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে ইতোপুর্বে টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়েছিল।
স্পট
ফিক্সিং চক্রের সঙ্গে যোগাযোগ রাখার কারণে এর আগে পাকিস্তানের আরেক ওপেনার
নাসির জামশেদকেও সাময়িক নিষিদ্ধ করা হয় । গত মাসে জামশেদ লন্ডনে গ্রেফতার
হন। তবে জামিনে ছাড়া পান।
৩৪ বছর বয়সী ইরফান পাকিস্তানের হয়ে এ পর্যন্ত চারটি টেস্ট, ৬০ ওয়ানডে বিশটি টি-২০ ম্যাচ খেলেছেন ইরফান।ইএসপিএন ক্রিক ইনফো।
No comments:
Post a Comment