এই
টেস্ট সিরিজ ড্র করার টেস্ট! এই টেস্ট নিজেদের খুঁজে পাওয়ার টেস্ট। তবে
জয়-পরাজয়, সিরিজে ফেরা; সবকিছুকে ছাপিয়ে আজ কলম্বোতে শুরু হতে যাওয়া এই
টেস্টের একটাই পরিচয়—বাংলাদেশের শততম টেস্ট।
২০০০
সালে ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল এই পথচলা। সে বছরই
কোটি কোটি ক্রিকেটভক্তকে আনন্দে ভাসিয়ে আইসিসি নতুন টেস্ট খেলুড়ে দেশ
হিসেবে নাম ঘোষণা করেছিল বাংলাদেশের। নভেম্বরে ভারতের বিপক্ষে খেলার ভেতর
দিয়ে শুরু হয়েছিল পথচলা।
এরপর
লম্বা এক সময় ধরে পরাজয় আর পরাজয়। তারপর একটু একটু করে বাংলাদেশ এই
খেলাটায় এগিয়েছে। পেয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম,
হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকের মতো তারকাদের। ছোট-বড় রেকর্ড করে বিশ্বকে
বার বার চিনিয়েছেন বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড়। একটু একটু করে জিততে
শিখেছে বাংলাদেশ।
এই
পথচলায় টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ আজ পৌঁছে গেল
শততম টেস্টের বন্দরে। কলম্বোর পি সারা ওভালে আজ এই ঐতিহাসিক ম্যাচে
মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ উপলক্ষে অনাড়ম্বর কিন্তু
গুরুত্বপূর্ণ আয়োজনও আছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তারা এই গুরুত্বপূর্ণ
ম্যাচ উপলক্ষে একটি স্মারক মেডেল তৈরি করে দুই দলের খেলোয়াড়দের পরিয়ে দেবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট
বোর্ডও এই শততম টেস্ট উপলক্ষে তৈরি বিশেষ টেস্ট ক্যাপ ও ব্লেজার তুলে
দিচ্ছে খেলোয়াড়দের হাতে।
সেই
সুুদূর কলম্বোতে হবে আজ বাংলাদেশের ক্রিকেটের প্রাণের এক উত্সব। ইতিহাসে
প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো কিছু করার আশা নিয়ে গিয়েছিল
শ্রীলঙ্কায়। সে আশা করার বাস্তব কারণও আছে। বহুকাল পর এই শ্রীলঙ্কা দলটি
কার্যত তারকাহীন ও তরুণ। কিন্তু সেই দলের বিপক্ষেই সিরিজের প্রথম টেস্টে,
গলে বাজেভাবে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। এখন অপেক্ষা কলম্বোতে নিজেদের
ফিরে পাওয়ার।
অবশ্য
এই ফিরে পাওয়ার লড়াইয়ের আগে পরিস্থিতি আবার জটিল করে ফেলেছে দলের ভেতরের
কিছু ঘটনা। বেশ কিছুদিন ধরেই টেস্টে বাজে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে
টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। কেবল তাই নয় টেস্টে বাজে ফর্মের কারণে তাকে
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও বাদ দিয়ে দেশে পাঠানোর চিন্তা ছিল। তবে প্রবল
শোরগোলে সে চিন্তা আবার বদলে ফেলা হয়েছে। এখন এই ঘটনার প্রভাব দলে পড়বে বলে
মনে করা হচ্ছে।
তবে আশা করা যাক যে শততম টেস্টের উত্সব আবহতে উড়ে যাবে এসব মন্দ ঘটনা। আজ নতুন এক চেহারা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ দল।
No comments:
Post a Comment