ওয়ার্নারকে সরিয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন তিনি। আর ২০০৯ সাল থেকে র‌্যাংকিং-এ শীর্ষ পাঁচের মধ্যেই অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। 
 
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২৬২ রান করেন ডি ভিলিয়ার্স। সেই সুবাদে ৮৭৫ রেটিং নিয়ে র‌্যাংকিং-এ শীর্ষস্থান দখলে নিয়ে নেন তিনি। 
 
দ্বিতীয়স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার ওয়ার্নারের রেটিং এখন ৮৭১। তৃতীয়স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং ৮৫২। 
 
র‌্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ৬৪৮ রেটিং নিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশি। ক্রিকইনফো।

No comments:

Post a Comment

Recent Posts Widget