দলনেতা হিসেবে লিওনেল মেসি খুব একটা ভালো নন : কালোর্স ডিবোস

অধিনায়ক লিওনেল মেসির সমালোচনা করেছে আর্জেন্টিনা দলের সাবেক ফিটনেস কোচ ডিবোস। দলটির সাবেক এ খেলোয়াড় বলেন, ‘দলনেতা হিসেবে মেসি খুব একটা ভালো নন। একজন খেলোয়াড় হিসেবে নেইমার তার চেয়েও ভালো।’
২০১৮ বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনাকে। লা পাজে অনুষ্ঠিত বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলের হার দলটির জন্য আরও কঠিন করে তুলেছে। ওই হারের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে আর্জেন্টাইন দলটি। তালিকার শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। 
চিলির বিপক্ষে আগের ম্যাচে সহকারী রেফারির সঙ্গে কথিত দুর্ব্যবহারের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে চার ম্যাচের জন্য মেসিকে নিষিদ্ধ করেছে ফিফা। যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। ওই নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনা তারকা আগামী অক্টোবরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচের আগে পর্যন্ত আর জাতীয় দলে খেলতে পারছেন না। অবশ্য এ নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার সাবেক কিংবদন্তী তারকা ডিয়েগো ম্যারাডোনার মতো মেসি আর্জেন্টিনাকে অনুপ্রাণিত করতে পারছে কি-না প্রশ্ন করা হলে জবাবে ডিবোস বলেন, ‘বর্তমানে বিশ্বের এই শ্রেষ্ঠ খেলোয়াড় তা করতে পারছেন না।’
টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘বিশ্ব সেরা একজন খেলোয়াড়ের ব্যক্তিত্ব, প্রেরণা, জীবনীশক্তি এবং একটি দলকে নিজের কাঁধে চড়িয়ে এগিয়ে নিয়ে যাবার যোগ্যতা থাকতে হবে। যেমনি ছিল দিয়োগো ম্যারাডোনার। সেই খেলোয়াড়ের এই অনুভূতিটি থাকতে হবে যে তিনি আর্জেন্টিনার বিপুল জনগোষ্ঠির প্রতিনিধিত্বকারী জার্সিটি গায়ে জড়িয়েছেন। সে দৃষ্টিকোণ থেকে আমরা ম্যারাডোনাকেই সেরা মানছি। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, মেসি সেটি সেটি পারছেন না। এর অর্থ এই নয় যে তিনি খারাপ খেলোয়াড়। আমি মনে করি তিনি বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে একজন। তবে তিনি শ্রেষ্ঠ নন। সেদিক থেকে নেইমার আরও বেশী ভালো।’
‘মেসি নিজকে যেভাবে নিয়ন্ত্রণে রাখে তাতে কিভাবে তাকে জাতীয় দলের জন্য নির্বাচন করা হয় বলে গতবছর প্রশ্ন তুলেছিলেন ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের ফিজিক্যাল কোচের দায়িত্বপালনকারী ডিবোস। এখন সত্যিটা বেরিয়ে গেছে। নিজের ব্যবহারের কারণে আমরা আর্জেন্টিনা দল থেকে তাকে হারাচ্ছি। এ বিষয়টি এখন আমাদের সামনে পরিষ্কার।’ গোল ডটকম।
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget