সম্প্রতি
দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে বোর্ডার
গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করা বর্তমান ভারতীয় দলটির বিশ্বের যে কোন
স্থানে দেশে জয়ী হওয়ার যোগ্যতা আছে বলে মনে করনে সাবেক অধিনায়ক সৌরভ
গাঙ্গুলি।
গাঙ্গুলি
বলেন পুরো সিরিজে তিনি লোকেশ রাহুল উমশে যাদব এবং রবীন্দ্র জাদেজার মত
খেলোয়াড়দের পারফরমেন্স উপভোগ করেছেন। যারা বিরাট কোহলি এবং রবীচন্দ্রন
জারেজার মত খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস অর্জন করেছে।
নিজ
মাটিতে অত্যন্ত সফলভাবে মৌসুম শেষ করা ভারতীয় দলটি ১০ ম্যাচে জয়ী, মাত্র
এক ম্যাচে পরাজয় ও দুই ম্যাচ ড্র করে বিশ্ব টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ
স্থানে রয়েছে।
ইন্টারন্যাশনাল
ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ওয়েবসাইটে গতকাল এক কলামে গাঙ্গুলি লিখেছেন,
‘নিজ মাঠে গত ১৩ টেস্ট ম্যাচ দেখে আমার মনে হচ্ছে এবং আশা করছি বিশে^র যে
কোন প্রান্তে জয়ের সামর্থ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলটির
আছে।’
সাবেক
এ অধিনায়ক বলেন, ‘এক মৌসুমে নিজ মাটিতে ১৩ টেস্ট খেলতে পারায় ভারতের অন্য
যে কোন অধিনায়কের তুলনায় বিরাট নিজকে সৌভাগ্যবান মনে করতে পারে বলে আমি মনে
করি। কখনো কখনো এমনকি আপনাকে নিজ মাঠে একটি ম্যাচ জয়ের জন্যও ভাবতে হয়।
কিন্তু আমরা সবাই জানতাম ভারত কম পক্ষে আটা ম্যাচ জিতবে। কিন্তু তারা ১০টি
ম্যা জিতেছে, একটা নিশ্চিত জয় ফসকে গেছে, একটি রক্ষা করেছে এবং একটি
হেরেছে।’
তিনি
আরো বলেন, ‘ফলের চেয়েও আমি দুই চ্যাম্পিয়ন কোহলি ও জারেজার মত খেলোয়াড়দের
সঙ্গে রাহুল, জাদে-জা, যাদবদের অভিজ্ঞতা অর্জন ও জারেজার্বাস অর্জনটা উপভোগ
করেছি।’
দেশের
বাইরে ভারতীয় দলের সাফল্য পাওয়ার ক্ষেত্রে ব্যাটসম্যান হিসেবে চেতেশ্বর
পূজারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন ৪৪ বছর বয়সী
গাঙ্গুলি। বিশেষ করে লাল বলে যে কোন কঠিন কন্ডিশনে ইনিংস মেরামতের জন্য ডান
হাতি এ ব্যাটসম্যানের সক্ষমতা অনেক বেশি।
পিছনের
কথা স্মরণ করে তিনি বলেন, ‘চেতেশ্বর পুজারা। একজনের কথাই বলে আমি
বলেছিলাম। আমার মনে আছে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে এক টেস্টে বাদ পড়ার পর
আমি বলেছিলাম পুজারা একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং তাকে বাদ দেয়া উচিত
হয়নি।’
তিনি
আরো বলেন, ‘চলতি মৌসুমে তার ব্যাট থেকে ১৩১৬ রান আসাটা খুব বড় ব্যপার নয়,
তবে ভারতীয় দলের দেশের বাইরে সফরে কোহলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে
পুজারা।’
কুম্বলের
কোচিং নিয়েও কথা বলেন গাঙ্গুলি। সাবেক সতীর্থের প্রশংসা করে কোলকাতার এ
ব্যাটসম্যান বলেন তার(কুম্বলে) বোলিংয়ের মত কোচিংও সুশৃঙ্খল। বাসস।
ইত্তেফাক
No comments:
Post a Comment