দশম আইপিএল শুরু
হতে না হতেই বিতর্কের আগুন ছড়াল। রবিবারের কলকাতা নাইট রাইডার্স আর মুম্বই ইন্ডিয়ান্সের
ম্যাচ নিয়ে তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ও মুম্বই
ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড।
ঘটনার সূত্রপাত রবিবার
ম্যাচ চলাকালীন। মুম্বই ইন্ডিয়ান্স পাণ্ড্য ভাইদের দাপটে ম্যাচ জিতলেও রান তাড়া করার
সময় পোলার্ড ব্যাট করতে নেমে আহামরি কিছু করতে পারেননি। ১৭ বলে ১৭ রান করে ক্রিস ওকসের
বলে আউট হয়ে যান। ধারাভাষ্য দিতে গিয়ে মঞ্জরেকর এই সময় বলে বসেন, পোলার্ড ব্যাটিং অর্ডারে
উপরের দিকে নামার যোগ্য নন। তিনি বলেন, ‘‘পোলার্ডের মস্তিষ্ক ইনিংসের গোড়ার দিকে নামার
মতো উর্বর নয়। ও শুধু শেষের দিকেই সফল।’’
যার প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় দেন ক্যারিবিয়ান ক্রিকেটার। সরাসরি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নাম
উল্লেখ করে পোলার্ড লেখেন, ‘সঞ্জয় মঞ্জরেকর আপনার মুখ থেকে ভাল কোনও কথা কি বেরোয় না,
আপনি তো কথা বলার জন্য অর্থ পান, তাই ছাইপাশ কথা বলে যান...’ এখানেই থেমে থাকেননি তিনি।
মোট তিনটি টুইট করেন পোলার্ড এ নিয়ে। দ্বিতীয় টুইটে বলেন, ‘আপনি কি জানেন কী করে আমি
আজ এই জায়গায় উঠে এসেছি, নির্বোধ শব্দটা খুব শক্তিশালী, কিন্তু একবার মুখ থেকে যে শব্দ
বেরিয়ে যায় আর ফিরিয়ে নেওয়া যায় না।’ তৃতীয় টুইটে তিনি রবিবারের জয়ের জন্য অভিনন্দন
জানিয়ে সতীর্থদের উদ্দেশে লেখেন, ‘যাই হোক আজ দারুণ দলগত প্রয়াস দেখিয়েছি আমরা। দারুণ
খেলেছে টিম। হার্দিক, নিতিশ, ক্রুনাল আর দলের তরুণ ক্রিকেটাররা অনবদ্য ছিল।’
পোলার্ডের সতীর্থ
টিনো বেস্টও সোশ্যাল মিডিয়ায় ক্যারিবিয়ান ক্রিকেটারের পাশে দাঁড়ান। তিনি লেখেন, ‘কী করে সঞ্জয় মঞ্জরেকর
আপনি বলতে পারলেন তিন নম্বরে ব্যাট করার মতো বুদ্ধি নেই পোলার্ডের?’
No comments:
Post a Comment