চার গোল পিছিয়ে থেকে মৌসুম শুরু করা রোনালদো অবশেষে সাত মাস পর সেঞ্চুরির দেখা পেলেন। বুধবার বায়ার্ন মিউনিকের বিপক্ষে জোড়া গোল করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ এই অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও বিরতির পর গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। কারভাহালের নিখুঁত ক্রসে বল জালে জড়িয়ে সাত মাসের গোল খরা কাটান রোনালদো। আর ম্যাচের ৭৭ মিনিটে জয়সূচক গোলের সঙ্গে সঙ্গে উয়েফার ক্লাব প্রতিযোগিতার হিসেবে সব মিলিয়ে পূর্ণ হলো গোলের সেঞ্চুরি।
এদিকে ৯৭ গোল নিয়ে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় রোনালদোর পেছনে রয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। আর ৭৭ গোল করা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেস আছেন তিনে।
শুধু চ্যাম্পিয়নস লিগ হিসেব করলেও মেসির চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের গোল সংখ্যা ৯৭। আর মেসির ৯৪ গোল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রোনালদো পেছনে ফেললেন মেসিকে। এবার দেখার বিষয় চ্যাম্পিয়নস লিগে কে আগে দেখা পান সেঞ্চুরির!
No comments:
Post a Comment