দশম
পর্বের আইপিএল খেলতে গিয়ে শুরুটা ভালো হলো না বাংলাদেশি কাটার মাস্টার
মুস্তাফিজের। আইপিএল অভিষেকেই বল হাতে বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান।
গতবার
১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে গত বছর সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে
বড় অবদান রেখেছিলেন বাংলাদেশের এ তরুণ পেসার। একই দলের হয়ে দ্বিতীয়বার
আইপিএল খেলতে গিয়েছেন ভারতে।
গতকাল
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়েছেন
মুস্তাফিজ, উইকেট পাননি একটিও। হেরেছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদও। ১৫৯
রানের লক্ষ্য ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে স্বাগতিক মুম্বাই। তিন
ম্যাচে হায়দরাবাদের এটা প্রথম হার।
নিজের
আসল কাজ বোলিংটা কাটার মাস্টার পেলেন মুম্বাইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে।
প্রথম বলটাকে অবিশ্বাস্য এক শটে ডিপ ফাইন লেগ দিয়ে ছক্কা মেরে মুস্তাফিজকে
স্বাগত জানালেন নিতিশ রানা। পরের বলটা ডট, তবে ওই ওভারের শেষ চার বলে দিলেন
আরও ১৩ রান।
মুস্তাফিজ
এরপর আবার আক্রমণে এলেন ১৩তম ওভারে, এবার দিলেন ১১ রান। ১৯তম ওভারে নিজের
তৃতীয় ওভারটা যখন করতে এলেন ১২ বলে ৪ রানের সমীকরণের মুম্বাইয়ের।
টস
হেরে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তোলে হায়দরাবাদ। এই রানের
৮১-ই আবার এসেছে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে।
No comments:
Post a Comment