লিওনেল মেসি। তাকে নতুন করে পরিচয় করিয়ে
দেয়ার কী আছে? আর্জেন্টিনার জাতীয় দল আর বার্সেলোনার হয়ে খেলা এই তারকা
সারা বিশ্বের ফুটবল প্রেমিকদের হূদয় হরণ করেছেন। অনেক ধারাভাষ্যকার, কোচ
এবং খেলোয়াড় তাকে বর্তমান সময় এমনকি সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেও দাবি
করে থাকেন। তাই লিওনেল মেসিকে নিয়ে যে দর্শকদের মাঝে আলাদা রকম আগ্রহ,
উত্তেজনা কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইরানে আসল মেসি না হলেও
মেসির মতো দেখতে এক ‘নকল মেসি’ নিয়ে হইচই পড়ে গেছে। রেজা পারাসটেশ নামের ঐ
ইরানি ছাত্র দেখতে এতোটাই মেসির মতো যে তাকে আসল মেসির থেকে আলাদা করাটা
যে কারো পক্ষেই অসম্ভব। ‘নকল মেসি’কে নিয়ে তার শহরবাসীর মধ্যে সৃষ্টি হয়
ব্যাপক উন্মাদনা। ‘নকল মেসি’র সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে উঠেছিল মানুষ।
লোকজন তার গাড়ি ঘিরে রাখায় তৈরি হয় যানজট। প্রতিদিন নিত্য নতুন বিড়ম্বনার
মুখে পড়তে হচ্ছিল তাকে। ভক্তদের বিড়ম্বনা এমন পর্যায়ে পৌঁছায় যে নকল
মেসিকে আটক করে থানায় নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ।-বিবিসি
No comments:
Post a Comment