২০১৭-১৮
লা লিগা মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম এল ক্ল্যাসিকো
ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বুধবার। দুই দলের মধ্যে হাই ভোল্টেজ
ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসে।
স্প্যানিশ
লিগের শীতকালীন বিরতির ঠিক আগে ফাইনাল রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দিবে।
ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচটি মৌসুম শেষের তিনদিন আগে অনুষ্ঠিত হবে।
ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শেষের চারদিন
পরেই স্পেনের দুই সেরা ক্লাব একে অপরের মুখোমুখি হবে। ক্লাব বিশ্বকাপে
মাদ্রিদ তাদের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে।
আগামী
১৮ অথবা ১৯ নভেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদ মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে
গ্যালাকটিকোদের আতিথ্য দিবে। এর পাঁচদিন আগে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচের
দ্বিতীয় লেগ শেষ হবে। মাদ্রিদ ডার্বির ফিরতি লেগের সূচী এপ্রিলে ৭ অথবা ৮
তারিখ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
দিয়েগো
সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ আগামী ১৬/১৭ সেপ্টেম্বর মালাগার বিপক্ষে নব
নির্মিত ওয়ানডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে তাদের প্রথম হোম ম্যাচ খেলবে।
ধারণা করা হচ্ছে ঐ সময়ের মধ্যে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হবে। ১৪/১৫
অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে সিমিওনের শিষ্যরা। ক্যাম্প ন্যুতে
ফিরতি ম্যাচ খেলবে ৩ মার্চ।
নগর
প্রতিদ্বন্দ্বী এস্পানেয়লের বিপক্ষে বার্সেলোনার প্রথম ডার্বি ৯/১০
সেপ্টেম্বর ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে। ফিরতি ম্যাচটি হবে ৩/৪
ফেব্রুয়ারি। সেভিয়া আগামী ৬/৭ জানুয়ারি ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল
বেটিসের মুখোমুখি হবে। এরপর ১২/১৩ মে বেটিস সফরে সংষ্কারকৃত এস্তাদিও
বেনিটো ভালিমারিনে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচের তারিখ ও সময়
স্প্যানিশ ফুটবল ফেডারেশন যেকোনো সময়ই পরিবর্তন করার এখতিয়ার রাখে।
No comments:
Post a Comment