নেইমারের দলবদলের বিষয়টি উড়িয়ে দিলেন বার্সা কোচ

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে প্যারিস সেইন্ট-জার্মেইতে যাবার খবরে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে দলের সঙ্গে দেখতে চায়।
ব্রাজিলিয়ান তারকাকে বার্সেলোনায় সবাই খুব ভালবাসে এবং সবাই চায় আরো কয়েক বছর সে কাতালান ক্লাবটিতে থাকুক এমন দাবী জানিয়ে বার্সা বস বলেছেন, ‘তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব। আমরা সকলে পুরো পরিস্থিতি বুঝতে পারছি। সে এই মুহূর্তে আমাদের সাথেই আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই ভালবাসে এবং তাকে দলে চায়। শুধুমাত্র ফুটবলার হিসেবেই নয়, ড্রেসিং রুমে একজন ভাল মানুষ ও সতীর্থ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে তার।
 
এদিকে বিভিন্ন গণমাধ্যমের দাবী নেইমার ইতোমধ্যেই তার সতীর্থদের কাছে দল ছাড়ার বিষয়টি জানিয়েছেন। কিন্তু মাসচেরানো বলেছেন এই ধরনের কোন কথা নেইমার এ পর্যন্ত খেলোয়াড়দের কারো সাথে আলোচনা করেননি। মাসচেরানোর মতে এ ব্যাপারে নেইমারকে কোন ধরনের পরামর্শ দেয়াটা কঠিন। শুধুমাত্র এটুকু বলতে চাই তাকে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশী।
 
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত নেইমার ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে ৭৭ ম্যাচে করেছেন ৫২ গোল।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget