আজ মাঠে নামছে লিভারপুল-হফেনহেইম

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে আজ মাঠে নামছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

প্লে অফ রাউন্ডের প্রথম লেগে হফেনহেইমকে ২-১ গোলে হারিয়েছিল তারা। ফিরতি লেগে ফিলিপে কুতিনিয়োকে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। তবে তাতে খুব বেশি চিন্তিত নন অলরেড ম্যানেজার। 

এবার বিপিএল ক্রিকেটের পর্দা উঠছে সিলেটে

বন্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। 

ঢাকা এবং চট্টগামের পর তৃতীয় ভেন্যু হিসেবে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বরিশাল এই আসরে অংশ নেবে তা নিশ্চিত। এই আসরে নতুন আইকন হিসেবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান।

নিষেধাজ্ঞার বিপক্ষে রোনালদোর আপিল বাতিল

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদ্রিদের করা ফাইনাল আপিল স্প্যানিশ এডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্ট (টিএডি) মঙ্গলবার বাতিল করে দিয়েছে। টিএডি এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

পাকিস্তানে ক্রিকেট ফেরায় খুশি ওয়াসিম আকরাম

ওয়েস্ট ইন্ডিজ রাজি হওয়ায় আগামী নভেম্বরে একটি টি-২০ সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসে শ্রীলংকা এবং বিশ্ব একাদশ লাহোরে একটি তিন ম্যাচের টি-২০ সিরিজ ছাড়া নভেম্বরে ক্যারিবীয় দলের সফরের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এমন সংবাদ পেয়েই দেশটির সাবেক গ্রেট টুইটার হাতে তুলে নিয়েছেন এবং দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০০৯ সালে শ্রীলংকাদল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট দলগুলো পাকিস্তান সফর বর্জন করে আসছে।
 
 
টুইট বার্তায় আকরাম লিখেছেন,‘আমি সামনে থেকে আমার নায়কদের খেলা দেখে বড় হয়েছি। এখন বর্তমান প্রজন্মও একই ভাবে দেখার সুযোগ পাবে, ইনশাল্লাহ পাকিস্তানে ক্রিকেট ফিরছে।’

৪৩ বলে আফ্রিদির সেঞ্চুরি

মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ‘বুম বুম’ খ্যাত শহিদ আফ্রিদি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে আফ্রিদির ঝড়ো গতির এ ইনিংসের সুবাদে হ্যাম্পশায়ার ১০১ রানের বিশাল ব্যবধানে ডার্বিশায়ারকে পরাজিত করেছে। 
 
হ্যাম্পশায়ারের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ৩৭ বছর বয়সী এ তারকা খেলোয়াড় ১০টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান। এ ইনিংসের মাধ্যমে তিনি যেন তার ক্যারিয়ারের সোনালি সময়কেই মনে করিয়ে দেন।

যে কারণে প্রস্তুতি ম্যাচ খেলছে না অস্ট্রেলিয়া

দু’টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শনিবার সন্ধ্যায় বিসিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে। আসছে ২২ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবার কথা ছিল। কিন্তু ওই দু’দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্টিভেন স্মিথের দল। ফতুল্লা স্টেডিয়ামের পানি শুকিয়ে গেলেও বাইরের জমে থাকা পানির কারণে এলাকাজুড়ে রয়েছে দুর্গন্ধ। সম্ভাব্য আরেকটি ভেন্যু ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠেও না খেলার সিদ্ধান্ত হয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায়। 

রেড ডেভিলসদের কাছে বিধ্বস্ত সোয়ানসি সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

ইমরান নাজির আবার মাঠে নামছেন

ইমরান নাজিরের কথা মনে পড়ে? লম্বা চুলের পাকিস্তানের সেই ওপেনার। আহামরি কোনো রেকর্ড ঝুলিতে নেই। কিন্তু তার ব্যাটিং ছিল দর্শকদের বিনোদনের খোরাক। ধুমধাম পিটিয়ে রান করতেন। আবার হুটহাট আকাশে বল তুলে আউট হয়ে যেতেন। ফিল্ডিংয়ে ছিলেন ক্ষিপ্র। গেল তিন বছরে ব্যাটে বল লাগাননি।

মেসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

হুট করে প্যারিস সেন্ট জার্মেইনে চলে গেলেন নেইমার, কটিনহোকে কিংবা ওসমান ডেমবেলে-কে কোনোভাবে ছাড়ছে না তাদের ক্লাব, পলিনহোকে এনে ভক্তদের তোপের মুখে সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ, ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে লুইজ সুয়ারেজ, সুপার কাপে ৫-১ গোলে হারের লজ্জা- শেষ কবে এমন টালমাটাল দল নিয়ে লা লিগা শুরু করেছিল বার্সেলোনা? সবকিছু যেন চক্রান্ত করছে লিওনেল মেসিদের বিরুদ্ধে! আজ রিয়াল বেটিসের বিপক্ষে তাই শুভ ইঙ্গিতের অপেক্ষায় থাকবে কোচ আর্নেস্তো ভালভার্দের দল।

বাংলাদেশের নিরাপত্তায় মুগ্ধ স্মিথ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসা পুরো অস্ট্রেলিয়া দলেরই এখানকার কন্ডিশনে টেস্ট খেলার কোন অভিজ্ঞতা নেই। বাংলাদেশের কন্ডিশনে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তাই দুই ম্যাচের সিরিজে ফেভারিট বাছাইয়ে বেশ সর্তক অসি দলপতি স্টিভেন স্মিথ। সিরিজটি কঠিনই হবে বলে মনে করেন তিনি।

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ঘুরে দাঁড়াবে : গার্দিওলা

বৃহস্পতিবার আকস্মিক এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে পুরো বার্সেলোনা শহর। অকস্মাৎ এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন, এছাড়া শতাধিক মানুষ হয়েছেন আহত। কিন্তু এই ধরনের হামলা এ শহরকে থামিয়ে রাখতে পারবেনা বলেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।

মাহমুদউল্লাহ-মুমিনুলকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা

গুঞ্জনটা আগেই ছিল। শেষমেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হককে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্টিভেন স্মিথের হাতে ছোট্ট একটা ফুলের তোড়া তুলে দিল একটি শিশু। চাইলে অস্ট্রেলিয়ার এই পুরো বাংলাদেশ সফরের প্রতীক বলেই ধরে নিতে পারেন এই দৃশ্যটাকে। কারণ, অস্ট্রেলিয়া দলকে এমনই ভালোবাসা আর ফুলের আদরে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। কঠোর নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া দলের ধারেকাছে কেউ পৌঁছাতে না পারলেও এমন ফুলেল অভিবাদনেই বাংলাদেশে পা রাখলো অস্ট্রেলিয়া দল। দীর্ঘ অপেক্ষার পর, প্রায় ১১ বছরের অপেক্ষার পর আবার টেস্ট সিরিজ খেলতে ঢাকা নগরীতে পৌঁছাল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

প্রথম এশিয়ান হিসেবে মালিকের রেকর্ড

এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০ ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। তবে বিশ্বের সপ্তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 
 
বর্তমানে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেটে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন মালিক। টুর্নামেন্টের ১২তম ম্যাচে গত রাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫টি চারে ৩৮ বলে ৫১ রান করেন তিনি। এমন ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৭ হাজার রান পূর্ণ করেন মালিক।

ভারতকে অাফ্রিদির স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর আহ্বান, দুদেশের উচিত শান্তি ও সহিষ্ণুতার লক্ষ্যে এগিয়ে চলা।
 
আফ্রিদি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার লেখেন, শুভ স্বাধীনতা দিবস ভারত। প্রতিবেশীদের পরিবর্তন করার যখন কোনও পন্থা নেই, তখন শান্তি, সহিষ্ণুতা ও ভালবাসার জন্য চেষ্টা চালানো উচিত। আশা করি মানবতা বজায় থাকবে।

পিএসজির জার্সিতে অভিষেকে নেইমার খেললেন, গোল করলেন, জেতালেন

অভিষেকটা নিয়ে অধীর অপেক্ষা ছিল। সেটার সমাপ্তি হল যথার্থ উচ্চতা মেপেই। পিএসজির জার্সিতে অভিষেকে নেইমার উজ্জ্বলতা ছড়ালেন প্রত্যাশামতই। একটি গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন, পিএসজিকে দারুণ এক জয় এনে দিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

রোনালদো ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন

ক্লাসিকোর ঝাঁজ আর উত্তেজনায় ঠাঁসা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নায়ক, খলনায়ক, আলোচনার পুরোটাজুড়েই থাকলেন রোনালদো। এই ম্যাচের একটি ঘটনাই এখন বড় বিপদের কারণ হতে পারে রিয়াল মাদ্রিদ মহাতারকার জন্য। লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার খাঁড়ার সামনে এখন তিনি।

পেসাররা লড়াই করতে প্রস্তুত: শফিউল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসার শেষ কবে পাঁচ উইকেট নিয়েছেন? স্মৃতির পরীক্ষা নিয়ে চটজলদি কেউই হয়তো এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সাহায্য নিতে হবে পরিসংখ্যানের পাতার। কারণ টেস্টে বরাবরই স্পিনারদের ছায়া হয়ে খেলছেন পেসাররা। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৫ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম। দেশের মাটিতে সর্বশেষ সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৭ রানে চার উইকেট পেয়েছিলেন বাঁহাতি এ পেসার।

বিপিএল আসরে বরিশাল বুলসকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

পঞ্চম বিপিএল ক্রিকেট আসরে বরিশাল বুলস খেলছে না এমন সিদ্ধান্ত মানতে নারাজ বরিশালের বাবুগঞ্জের ক্রিকেটপ্রেমীরা। গতকাল রবিবার বরিশালের বাবুগঞ্জে’র কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট’র শিক্ষাথীরা “কিডনি লাগলে কিডনি নাও, বরিশালের টিম ফিরিয়ে দাও” এই শ্লোগানকে সামনে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় ক্রিকেট প্রেমীরা বলেন, বরিশালের মত একটি বিভাগীয় জেলার বিপিএল এর টিম অর্থনৈতিক কারনে বাদ পরবে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
Recent Posts Widget