নানা
তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে
(পিএসজি) নাম লিখিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। দুপক্ষের তিক্ততা
গড়িয়েছে আদালত পর্যন্তও। তাতে কিন্তু পুরনো দিন ভুলতে পারেননি নেইমার।
ব্রাজিল তারকা বলছেন, সাবেক ক্লাব সম্পর্কে তার শ্রদ্ধা থাকবে আজীবন।
বার্সা তার অন্তরে থাকবে জনম জনম ধরে।
লন্ডনে
অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুরনো সতীর্থদের সঙ্গে
মিলিত হয়েছিলেন নেইমার। সেখানেই সাবেক ক্লাব সম্পর্কে শ্রদ্ধাভরা বক্তব্য
দিয়েছেন ব্রাজিলের ওয়ান্ডার বয়।
জাতীয়
দল, বার্সেলোনা এবং বর্তমান পিএসজি সতীর্থ দানি আলভেজের সঙ্গে অনুষ্ঠান
স্থলে প্রবেশের সময়ই সাংবাদিকদের সঙ্গে কথা হয় নেইমারের। সেখানেই সাবেক
ক্লাব সম্পর্কে তার উক্তি, ‘বার্সেলোনা অন্তরে থাকবে সবসময়।’
পুরনো
দিনের কথা স্মরণ করে নেইমার বলেন, ‘ক্লাবে আমি গ্রেট কিছু মৌসুম কাটিয়েছি,
যেগুলো ভুলতে পারব না। তবে এখন আমারদের ভিন্ন কিছু ভাবতে হবে।’
এ
ধরনের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়া মানে কি? সাংবাদিকদের এমন
প্রশ্নের জবাবে নেইমার জানান, ‘সেরাদের পাশে থাকাটাও গুরুত্বপূর্ণ।’ ফিফার এবারের বর্ষসেরা তালিকায় তৃতীয় স্থান পেয়েছেন নেইমার।
No comments:
Post a Comment