বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া

বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবল আসরের জন্য বাজেট ৩৪.৫ বিলিয়ন রুবেলস (৬০০ মিলিয়ন মার্কিন ডলার, ৫১০ মিলিয়ন ইউরো) পর্যন্ত বাড়ানো হয়েছে বলে দেশটির সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।
 
সব মিলিয়ে টুর্নামেন্টের বাজেট ৫.৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর ফলে ৬৪৩.৫ বিলিয়ন রুবেলসের বাজেট বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ বিলিয়ন রুবেলসে। এর মধ্যে রাশিয়ার ফেডারেল বাজেট থেকে ৩৯০ বিলিয়ন রুবেলস প্রদান করা হবে। এছাড়া ৯১.৯ বিলিয়ন রুবেলস আসবে রিজিওনাল বাজেট থেকে। বাকি অর্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে সমন্বয় করা হবে। ইতোমধ্যেই গত মে মাসে বিশ্বকাপের বাজেট ৪.৭ বিলিয়ন রুবেলস বৃদ্ধি করেছিল রাশিয়া।
 
আগামী বছর ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ার ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget