অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির পরও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলোনা অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে অজিরা। 
সিরিজের শেষ ম্যাচে ৩১ রানে হার মানে স্টিভেন স্মিথ বাহিনী। প্রোটিয়াদের করা ৩২৭ রানের জবাবে ৪৮.২ ওভারে ২৯৬ করতেই সবকটি উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। 
নিজেদের ক্রিকেট ইতিহাসে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হলো অজিরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সবকটিতে হেরেছিল দলটি।
বুধবারর কেপটাউনে স্বাগতিকদের দেয়া বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। দলীয় ৭২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপরই প্রোটিয়া বোলারদের দাপট শুরু হয়। পর পর দুই বলে বোল্ড করে অধিনায়ক স্মিথ ও জর্জ বেইলিকে ফেরত পাঠান স্পিনার ইমরান তাহির।
উইকেটে যখন অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, অপরপ্রান্তে লড়াইটা একাই চালিয়ে যান ওপেনার ওয়ার্নার। চলমান সিরিজের দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। মাঝে সমান ৩৫ রানে আউট হওয়া মিচেল মার্শ ও টারভিস হেডের সঙ্গে জুটি গড়ে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন।
তবে সেটা হয়নি। ৩১ রানের হার বরণ করতে হয় অজিদের। শেষ পর্যন্ত ১৩৬ বলে ২৪ চারে ১৭৩ করে রান আউট হনওয়ার্নার। স্বাগতিক বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও তাহির। ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার আর সিরিজ সেরার পুরস্কার ওঠে রুশোর হাতে। ক্রিকইনফো
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget