ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে
দক্ষিণ
আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট
টেবিলের শীর্ষে
উঠে
গেল
ব্রাজিল। বাংলাদেশ সময়
আজ
বুধবার
সকালে
অনুষ্ঠিত এ
ম্যাচে
ভেনেজুয়েলাকে হারানোর মাধ্যমে টানা
চার
ম্যাচে
জয়ের
স্বাদ
পেল
ব্রাজিল।
নিষেধাজ্ঞার কারণে
এ
ম্যাচে
ছিলেন
না
ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। তাতে
অবশ্য
দলের
পারফরম্যান্সে ততটা
প্রভাব
পড়েনি।
খেলার
অষ্টম
মিনিটে
প্রথম
গোলের
দেখা
পায়
ব্রাজিল। ভেনেজুয়েলার গোলরক্ষক দানি
হার্নান্দেজের ভুলকে
কাজে
লাগিয়ে
খুব
সহজেই
প্রতিপক্ষের জালে
বল
জড়িয়ে
দেন
ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস।
চারটি
আন্তর্জাতিক ম্যাচে
এটি
তাঁর
চতুর্থ
গোল।
প্রথমার্ধে আর
কোনো
গোল
হয়নি।
দ্বিতীয়ার্ধের আট
মিনিটের মাথায়
গোল
ব্যবধান দ্বিগুণ করেন
ব্রাজিলীয় মিডফিল্ডার উইলিয়ান। ঘরের
মাঠে
অবশ্য
বেশ
কয়েকটি
সুযোগ
পেয়েছিল ভেনেজুয়েলা। তবে
সেগুলোর একটিও
কাজে
লাগাতে
পারেনি
দলটি।
এদিকে, ব্রাজিলের ম্যাচের এক
ঘণ্টা
আগে
বাছাইপর্বের ম্যাচে
মাঠে
নেমেছিল আর্জেন্টিনা। তবে
নিজেদের মাটিতে
প্যারাগুয়ের কাছে
১-০ গোলে হেরে
যায়
আর্জেন্টাইনরা। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে
বিশ্বকে রীতিমতো চমকে
দিয়েছে
প্যারাগুয়ে। খেলা
শুরুর
মাত্র
১৮
মিনিটের মাথায়
দের্লিস গনজালেস এগিয়ে
নেন
প্যারাগুয়েকে। আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরোও জালে
বল
আটকানো
ঠেকাতে
পারেননি। ইনজুরির কারণে
এ
ম্যাচের বাইরে
ছিলেন
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল
মেসি।
এই
পরাজয়
আর্জেন্টিনাকে দক্ষিণ
আমেরিকার গ্রুপে
পঞ্চম
অবস্থানে নিয়ে
গেছে।
সূত্র
: গোল
ডটকম
No comments:
Post a Comment