মেসি বিহীন আর্জেন্টিনা কেনো কল্পনা
করা যায় না সেটাই সম্ভবত আরো একবার প্রমাণ করল টিম আর্জেন্টিনা। ঘরের মাঠে
প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল এদগারদো বাউজার শিষ্যরা।
অবশ্য
এই হারের দায় অনেকেই হয়ত সার্জিও আগুয়েরোকে দেবে। কেননা ম্যাচে পেনাল্টির
সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় এই আর্জেন্টাইন। উল্টো দিকে
প্যারাগুয়ে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে হারিয়ে দেয়া বিশ্বকাপ ও
কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনাকে।
অ্যাঞ্জেল
রোমেরো ১৮ মিনিটে হঠাৎ আক্রমণ হানে আর্জেন্টাইন শিবিরে। আর মাসচেরানোকে
ধোঁকা দিয়ে বল পাঠিয়ে দেন ডার্লিস গঞ্জালেসের কাছে। বল পেয়ে অব্যর্থ শটে
প্যারাগুয়েকে এগিয়ে দেন গঞ্জালেস। এদিকে ম্যাচের শুরুতে গোল খেয়ে বেশ
বিশৃঙ্খল ছিল আর্জেন্টিনা দল। তবে বরাবরের মতই গোলশোধের জন্য তারা বেশ
কয়েকবার হানা দেয় প্যারাগুয়ের শিবিরে। কিন্তু ভাল ফিনিশিংয়ের অভাবে কোন গোল
হয়নি।
গোলের
সুযোগ পেয়েও মিস শটের বেশ কয়েক মহড়া দেন প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে
খেলা ডি মারিয়া। ৯০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনা দলের ব্যর্থতার কাছেই সফল
হয় প্যারাগুয়ে। গোল ডটকম।
No comments:
Post a Comment