বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিনটি আসরের খেলা দেখাবে দুটি বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।
২০১৭ থেকে তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
তিন বছরের জন্য রেডিও পার্টনার হয়েছে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, বাণিজ্যিক দিক বিবেচনা করে দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছেন তারা।
“এবারের আসর দেখানো হচ্ছে ১২০টি দেশে। ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে। যত বেশি চ্যানেলে খেলা দেখাবে জনপ্রিয়তা তত বাড়বে।
“বিপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু এর মান আন্তর্জাতিক পর্যায়ের। এর সম্প্রচারের ব্যাপারগুলোও দিন দিন উন্নত হচ্ছে। নতুন টেকনোলজি এলে সেগুলো ব্যবহারের ব্যাপারে আমাদের চাহিদা আমরা জানিয়ে রেখেছি।”
চতুর্থবারের মতো এবার বিপিএলের সম্প্রচার করছে চ্যানেল নাইন। মল্লিক জানান, তারা চাইলে দেশীয় অন্য কোনো চ্যানেলকেও এই আসরের খেলা দেখাতে দিতে পারে।
No comments:
Post a Comment