শেষ বাঁশি বাজার পর ক্লান্ত, বিধ্বস্ত শরীর যেন আর চলতেই চাইছিল না। তা সত্ত্বেও কোনোরকমে ড্রেসিং-রুমে ফিরতে হলো লিও মেসিকে। আর্জেন্টিনার সাজঘর তখন নীরবতায় আচ্ছন্ন। এক কোণে বসে রয়েছেন কোচ এডগার্ডো বাউজা। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে এইভাবে হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ফুটবলারদের অবস্থাও প্রায় একইরকম। ১১ ম্যাচের পর মাত্র ১৬ পয়েন্ট পেয়ে লাতিন আমেরিকান জোনে ষষ্ঠ স্থানে রয়েছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কি মেসিকে খেলতে দেখা যাবে?
আর্জেন্টিনার মহাতারকা এদিন বললেন, ‘এই ফল কখনোই প্রত্যাশিত নয়। ব্রাজিল কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। প্রথম গোলের পরেও সবকিছু ঠিক ছিল। কিন্তু নেইমারের গোলই সব শেষ করে দিল। এরপর ব্রাজিল ম্যাচে সংশয়াতীত প্রাধান্য বিস্তার করে। আর আমরা ক্রমশ হারিয়ে যাই। জানি, এই হারের ফলে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আরো কঠিন হয়ে পড়ল। যেকোনো মূল্যেই ফিরে আসতে হবে।
মঙ্গলবার ঘরের মাঠে কলম্বিয়াকে হারানো ছাড়া অন্য পথ নেই। ওই ম্যাচের আগে প্রভূত উন্নতি করতে হবে আমাদের। আর পয়েন্ট হারানো চলবে না। কলম্বিয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট পেলে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে।’
উল্লেখ্য,
১৯৭০ বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি আর্জেন্টিনা। এবারও কি সেই একই অবস্থা হতে
চলেছে? কোচ বাউজা বলছেন, ‘আমার কোচিং জীবনের অন্যতম কঠিন হারের স্বাদ পেলাম। তবে
ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে আগামী ম্যাচগুলিতে
নামতে হবে। যা খেলেছি তাতে সমালোচনা হবেই।’
No comments:
Post a Comment