ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পরও আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা (Argentine coach Edgardo
Bauza)। চোটের কারণে তিন ম্যাচ বাইরে থাকার পর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি।
তারকা এই ফরোয়ার্ড খেলার পরও বেলো হরিজন্তেতে শুক্রবার সকালে হওয়া ম্যাচে নেইমারদের কাছে উড়ে যায় তার দল। ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।
এই জয়ের পর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর বাছাইপর্বে টানা ৪ ম্যাচ জয়হীন থাকা আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।
ম্যাচ শেষে বাউসা বলেন, “আমরা জানি যে বাছাইপর্ব উতরানো আমাদের উপর নির্ভর করছে।”
ব্রাজিলের খেলোয়াড়দের বেশি জায়গা দিয়ে ফেলার ভুলকেই হারের কারণ মনে করেন বাউসা।
“আমাকে ঝুঁকি নিতে হতো। কিন্তু এই ম্যাচে ব্রাজিলের (খেলোয়াড়দের) জন্য অনেক জায়গা ছিল।”
বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে দেশের মাটিতে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া।
No comments:
Post a Comment