প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। অচেনা ও ভিন্ন কন্ডিশন হলেও খুব বেশি চিন্তিত নন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিয়ে রেখেছেন মিরাজ। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে আসা কিউই ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে সে দেশের কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে ভুল করেননি মিরাজ।
মিরাজ বলেন, নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটে-বলে সাফল্য পেতে কি করতে হবে তার সমস্ত ধারনাই নিয়ে রেখেছি ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে। ওর (ফ্র্যাঙ্কলিন) কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কি করলে ভালো কিছু করতে পারবো সেই ধারণা নিয়েছি। ফ্র্যাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে, টিপস দিয়েছে ওই কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারলে ভালো কিছু করতে পারবো।’
মিরাজ আরো বলেন, সবসময়ই আলোচনা করেছি ফ্র্যাঙ্কলিনের সাথে। তারপরও আমাদের টিমের কোচ আছেন। সিনিয়র ক্রিকেটাররা আছেন। তাদের সাথেও সবসময় আলোচনা করবো অস্ট্রেলিয়ায় গিয়ে। আমি মনে করি নিজেকে তৈরি করতে পারবো।’-যোগ করেন মিরাজ।
No comments:
Post a Comment