লা লিগায় রিয়াল-বার্সার শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলে আরেক ব্যক্তিগত দ্বৈরথ। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
গত ম্যাচেই যেমন রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলসংখ্যা নিজের করে নিলেন মেসি। সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন মেসি। আর কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছেন রোনালদো! যার প্রভাব পড়েছে পরিসংখ্যানেও।
ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। আর তাতে চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে পেছনে ফেললেন তিনি।
এবারের মৌসুমে লা লিগায় ১১ ম্যাচ খেলে ১০ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪ ম্যাচ খেলে সমসংখ্যক (১০) গোল করেছেন লুইস সুয়ারেজও। আর ১২ ম্যাচ খেলা মেসি প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১১ বার।
ইত্তেফাক
No comments:
Post a Comment