একটা সময় ছিল যখন র্যাংকিং নিয়ে মাথা ঘামাত না বাংলাদেশ। পারফর্মেন্সের
দরুণ র্যাংকিংয়র তলানিতে থাকাটাই যেন ভবিতব্য হিসেবে ধরে নিয়েছিল সবাই।
কিন্তু গত বিশ্বকাপ থেকেই মাশরাফির নেতৃত্বে শক্তিমত্তার প্রমাণ দিয়ে আসছে
টিম টাইগার। র্যাংকিংয়ের সাত নম্বর দল এখন বাংলাদেশ। সামনে আছে আরও এগিয়ে
যাওয়ার সুযোগ।
ঘরের মাঠে টানা ৬ সিরিজ জিতে এখন বিদেশের মাটিতে নিজেদের প্রমাণের
অপেক্ষায় মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ড সফরেই মাশরাফিদের সামনে র্যাংকিংয়ে
একটু উপরে ওঠার সুযোগ আছে। তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ জিতলেই শ্রীলঙ্কাকে
টপকে র্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা।
সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ আছে ৭ নম্বরেই।
বাংলাদেশের ঝুলিতে জমা রয়েছে ৯৫ রেটিং পয়েন্ট। একধাপ উপরে থাকা শ্রীলঙ্কার
সংগ্রহ ১০১। নিউজিল্যান্ড সফরে সিরিজ জিতলে টাইগারদের থেকে পিছিয়ে যাবে
শ্রীলঙ্কা। মুশফিক-সাকিবদের সামনে এখন সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত
করার অপেক্ষা।
No comments:
Post a Comment