বছর পেরিয়ে আবার শুরু অস্ট্রেলিয়ার
ঘরোয়া ক্রিকেট আসরের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বিগ ব্যাশ টি-টোয়েন্টি।
মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই
ক্রিকেট টুর্নামেন্ট।
গত
আসরের শেষ ম্যাচে ট্র্যাভিস হেডের ব্যাটের তাণ্ডব মাঠে দেখেছিলো ৪৬ হাজার
অস্ট্রেলিয়ান। এবারো শুরুতে তেমন কিছু দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এছাড়া চলতি বছর ২ জানুয়ারি এমসিজিতে ৮০ হাজার ৮৮৩ দর্শক মাঠে বসে খেলা
উপভোগ করে।
এবারের
আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। টি-২০-এর ব্যাটে বলের এই ধ্বংসযজ্ঞে
প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের নিজ নিজ দল কিভাবে সাজিয়েছেন তা এখন ক্রিকেট
প্রেমীদের আগ্রহের শীর্ষে।
তবে
বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস থেকে বাদ পড়েছেন টি-২০ ক্রিকেটের সবচেয়ে
ব্যয়বহুল ও ব্যাটিং দানব ক্রিস গেইল। বিগ ব্যাশ আসর ২০১৬ এর জন্য নতুন তিন
খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রেনেগেডস। আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে
ক্যারিবীয় ব্যাটিং দানব গেইলকে। তবে গেইল বাদ পড়লেও এবার রেনেগেডসে ঠাঁই
পেয়েছেন তার স্বদেশি স্পিনার সুনীল নারিন। ক্রিকইনফো
No comments:
Post a Comment