এখন নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা। আর সেই উইকেটে স্বাগতিকদের বিপক্ষে
বাংলাদেশের তুরুপের তাস হয়ে উঠতে পারেন ২১ বছর বয়সী বাঁ-হাতি পেসার
মুস্তাফিজুর রহমান। এর সাথে নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন আলাদা করে বললেন
সাকিব আল হাসানের কথা।
কাটার মাস্টার মুস্তাফিজ গত আগস্টে ম্যানচেস্টারে সার্জারির পর থেকেই
আছেন দলের বাইরে। তারপরও ওয়ানডেতে ১২ আর টি-টোয়েন্টি ১৪ গড়ের এই পেসারকে
নিয়ে আতঙ্কে আছে ব্ল্যাক ক্যাপরা।
মাইক হেসন বলেন, ‘আইপিএলে যেমন ঝড়ের মত মুস্তাফিজ এসেছিল তাতে ওকে আগামী
দিনের বড় তারকা বলতে আমার কোনো দ্বিধা নেই। ইনজুরি থেকে ফিরে আসছে ও। আমি
ঠিক জানি না, এবার ও কতটুকু ভূমিকা রাখতে পারবে।’
আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবকে ঠিক
সাকিবের মত দেখা না গেলেও নিজের দিনে তিনি যে বিশ্বের যেকোনে দলের জন্যই
ভয়্ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা জানা আছে মাইক হেসনের।
বললেন, ‘সাকিব দুই ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার। ওর বাঁ-হাতি স্পিন আর মিডল অর্ডারে ব্যাটিং যে কারও জন্যই ধ্বংসাত্মক হতে পারে।’-স্পোট
বাংলাদেশের সাম্প্রতিক কালের ফর্ম দেখে হেসন অনুমান করছেন লড়াইটা সহজ
হবে না। বললেন, ‘নিজেদের মাটিতে ওদের রেকর্ডটা যে দারুণ সেটা আর বলার
অপেক্ষা রাখে না। গত বিশ্বকাপে ওরা খুবই ভাল খেলেছে। ওদের বিপক্ষে
সর্বশক্তি দিয়ে মাঠে না নামলে ওরা আমাদের ধরে ফেলতে পারে।’
No comments:
Post a Comment