মাশরাফির কথায় দেশের জন্য আইপিএল খেলবেন না মোস্তাফিজ



ইনজুরি থেকে ফেরার পর এখনো ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই তাই পরামর্শ দিয়েছেন এবার আইপিএল বাদ দেয়া উচিত আমার। তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে আমাদের লম্বা মৌসুম, আমার ফিট থাকা তাই গুরুত্বপূর্ণ। এবার আইপিএলের আসরে আমার খেলা নাও হতে পারে।

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান সম্প্রতি ভারতীয় সাময়িকী স্পোর্টস স্টারকে এসব কথা বলেন।

ফিফার সিদ্ধান্তে বিস্মিত মেসি নিজেকে নির্দোষ দাবি করলেন

বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। তিনি শুধু নান্দনিক ফুটবল খেলেন তা নয় বরং তার শিশুসুলভ সৌম্য চেহারা দর্শকদের অনেক কাছে টানে। মেসির সঙ্গে উগ্রতা কিংবা বাজে আচরণ কোনভাবেই মানতে পারেন না তার ভক্তরা। অথচ সেই মেসিকেই কিনা বাজে আচরণের জন্য ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে আসা প্রায় অসম্ভব : মরিনহো

বার্সেলোনা সুপার স্টার ও ব্রাজিল অধিনায়ক নেইমারকে দলে পেতে ইংলিশ ক্লাবগুলো উঠে-পড়ে লেগেছে বলে ইউরোপের ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে। তবে এ গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। তিনি বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়কে বার্সেলোনা কখনোই ছাড়বে না। দলের সেরা তারকাদের একজন নেইমার। এখন সে অনেক বেশি পরিপক্ব। মেসি-সুয়ারেজের মতো নেইমারকেও বার্সা ছাড়বে না।’

রোনল্ডোর ভাস্কর্য বিতর্ক ‘সবাইকে খুশি করা সম্ভব নয়’

পর্তুগালের মাদেইরা শহরের বিমানবন্দরে দেশটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্য স্থাপনের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফুটবল বিশ্বে। এসময় সময় ভাস্কর্যটির স্থপতি ইমানুয়েল সন্তোষ বিতর্ক আরও উষ্কে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তার সৃষ্টি সবার পছন্দ হবে এটা ভাবা ঠিক নয়। আমার পক্ষেও সবাইকে খুশি করা সম্ভব নয়।’ 

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর নাইট ক্লাবে উদ্দাম নেইমার!

নেইমারের এখন সুসময়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেও আছেন সেরা ফর্মে। তাইতো নেইমারের তো এখন 'ডাবল আনন্দের' সময়। প্যারাগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আনন্দের উদযাপন করতে এবার উদ্দাম নৈশজীবনে মাতলেন ব্রাজিলের বিস্ময় বালক। সাও পাওলোর নাইটক্লাবে সাম্বা স্টাইলেই নেচে পার্টিতে তিনি নিজেকে ভাসিয়ে দিলেন লাস্যময়ী বান্ধবী ব্রুনা মার্কুইজেনের সঙ্গে। যথারীতি সেই ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে।

দুবাইতে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চায় ভারত

চলতি বছরের শেষ দিকে দুবাইতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলতে নিজ সরকারের কাছে অনুমতি চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমে আজ প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
প্রায় দেড় মাসে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো বোর্ড চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ টুর্নামেন্টের পর সেপ্টেম্বর অথবা টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের আগ মুহুর্তে নভেম্বর মাসে এ সিরিজ আয়োজন করতে চায়।

ছয় বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরবে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে আসবে । আগামি ৬ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে।  
 
ব্রাজিলের কোচ টিটে দায়িত্ব নেয়ার পর দলটি টানা নয় ম্যাচ জিতে নিয়েছে, যারমধ্যে ২৫ গোল করলেও ২ টি গোল হজম করেছে সেলেকাওরা। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও ৪-১ গোলের জয় ও মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দরুণ আগামি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 

কোহলিকে অস্ট্রেলিয়ানদের ক্ষমা করার পরামর্শ গাঙ্গুলীর

নিজেদের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ক্ষমা করতে এবং মাঠের সকল তর্ক-বির্তক ভুলে যেতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে কোহলির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন প্রিন্স অব কোলকাতা।

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার।
 
বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। একই সাথে তাকে দশ লক্ষ রূপি জরিমানাও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সিরিজের স্বপ্নে আবার কলম্বোতে বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে।

ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

ব্রাজিলের সাও পাওলোতে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান আরো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্যারাগুয়েকে কোন সুযোগ না দিয়ে দুর্দান্ত ছন্দে থেকে ম্যাচ শেষ করে নেইমাররা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ৩৩ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। তাদের পরবর্তী অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৪। এই হিসেবে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার।

বলিভিয়ার কাছে হারল মেসি বিহীন আর্জেন্টিনা

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। দেশটির উচ্চতা নিয়ে বরাবরই বাহিরের দেশের ফুটবলারদের ধুকতে হয়, সেই সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছিল ইনজুরি সমস্যা। ভাঙ্গাচোরা আর্জেন্টিনা দল নিয়ে বলিভিয়ায় খেলতে গিয়েছিলেন এদোয়ার্দো বাউসা।

ব্রাজিলের খেলায় মুগ্ধ মেসিও



বেশি নয়, মাত্র চার দিন আগের কথা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা জয় পেয়েছে দুই দলই কিন্তু খেলার ধরনে দুই দল যেন ছিল দুই মেরুতে অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ের মাঠ থেকে ব্রাজিল ফিরেছিল - গোলের জয় নিয়ে আর ঘরের মাঠে চিলিকে হারালেও মেসির পেনাল্টি গোলের সেই জয় মন ভরাতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের
দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে ব্রাজিল যেন উড়ছে টানা আটটি জয় পেয়েছে তারা এর মধ্যে সাতটিই বিশ্বকাপ বাছাইপর্বে, একটি প্রীতি ম্যাচে এই ব্রাজিল মানো মেনেজেস, দুঙ্গা আর স্কলারি যুগের তুলনায় সুন্দর ফুটবলও উপহার দিচ্ছে বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের প্রশংসাও পাচ্ছেন নেইমাররা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও মুগ্ধ ব্রাজিলের খেলায় মেসির এই মুগ্ধতার কথা জানিয়েছেন তাঁর বার্সা সতীর্থ নেইমার, ‘শুধু মেসিরই নয়, ব্রাজিলের এই দলটি অনেক মানুষেরই নজর কাড়ছে আমরা ভালো খেলছি

বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি!


বলিভিয়া ম্যাচের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি আছে এর মধ্যেই আর্জেন্টিনা শুনল সবচেয়ে বড় দুঃসংবাদ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি! শুধু আজকের ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসিকে আজই এই শাস্তির কথা জানিয়েছে ফিফা আর্জেন্টিনা অনুমিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা রকম নিশ্চিত আর আপিল করেও ফল পক্ষে না এলে উরুগুয়ে, ভেনেজুয়েলা পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে
আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তাঁর পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি এটাই তাঁর ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি সেটিও আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে
তবে সহকারী রেফারিকে কুৎসিত কথা বলার কারণে শাস্তি পেলেও, চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনেই মেসির এই গালাগালির কথা লেখা ছিল না বরং একটি ভিডিওতে নাকি ধরা পড়ে, মেসি সহকারী রেফারিকে তাঁর মায়ের সম্পর্কে কুৎসিত গালি দিয়েছেন ব্যাপারে রিচ্চি অবশ্য বলেছেন, ‘লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে কোনো আক্রমণাত্মক কিছু আমি শুনিনি যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম

মেসির থেকে রোনাল্ডোর আয় বেশি

২০১৬-১৭ মৌসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে রোনাল্ডো সর্বমোট আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। যা তাকে আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসির থেকে এগিয়ে রেখেছে। মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো বলে সূত্রমতে জানা গেছে। ফ্রান্স ফুটবল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডাম্বুলায় মুষুলধারে বৃষ্টি, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত

ডাম্বুলায় বাংলােদশ ও শ্রীলংকার দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ইনিংস বিরতিতেই বৃষ্টি নামে। হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে প্রচণ্ড বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়। 
 
এদিকে তাসকিন আহমেদের হ্যাটট্রিক সত্ত্বেও ডাম্বুলায় দ্বিতীয় ওডিআই ম্যাচে বড় স্কোর দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৩১১ রানে অলআউট হয় লঙ্কানরা। ৫০ তম ওভারে ওডিআই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন বাংলাদেশি গতি তারকা। 

সিরিজ জয়ের চ্যালেঞ্জ আজ

শ্রীলঙ্কানরা খুব তেতে আছে। কেউ খেলোয়াড়দের শাস্তি চাচ্ছেন, কেউ দলে বদল চাচ্ছেন। আবার ম্যানেজমেন্ট চাচ্ছে সবুজ ঘাসের উইকেট বানিয়ে বাংলাদেশকে আজ চমকে দিতে। সে লক্ষ্যে দলে বাড়তি দুই পেসারও যোগ করেছে তারা।

আর বাংলাদেশের লক্ষ্য একটাই— এ সব তোড়জোড়, আলোচনা শেষ করে দিয়ে আজই সিরিজটা নিজেদের করে নেওয়া।

আইপিএল এর দশম আসরে নতুন জার্সিতে নামবে কেকেআর

সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল এর দশম আসরে নতুন রঙ্গের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে মাঠে নামবে। দুইবারের আইপিএল ট্রফি বিজয়ী দলটি আগে বেগুনী-স্বর্ণালী জার্সিতে মাঠে দেখা গেলেও এবারের আসরে নামবে লাল-কালো রংয়ের জার্সি পড়ে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর তাদের আইপিএল যাত্রা শুরু করেছিল কালো-সোনালী রংয়ের জার্সি দিয়ে যেটা তৃতীয় সিজন পর্যন্ত অপরিবর্তিত থাকে। 

নাজমুল হাসানের জন্যই ওয়ানডে দলে মিরাজ



তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাব্যক্তি তিনিই সর্বেসর্বা! কখনও কখনও প্রধান নির্বাচকও! কলম্বো টেস্ট থেকে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার ১০ দিন পর নাজমুল হাসান জানালেন, শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নেয়ার পেছনে ছিলেন তিনি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মিরাজ ঢাকায় ফিরেছিলেন গত ২০ মার্চ তিনদিন পর তড়িঘড়ি করে তাকে নেয়া হয় ওয়ানডে দলে, এই প্রথম
বিসিবি সভাপতি জানান, তিনিই প্রথম মেহেদীকে ওয়ানডে দলে নেয়ার জন্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে বলেছিলেন নাজমুল হাসান বলেন, ‘প্রথম ওডিআইতে মেহেদীকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেয়া হয় বাংলাদেশ দল মাঠে আসার পর বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে খেলানো যায় কিনা, নিয়েও আলোচনা হয়েছেবিসিবি সভাপতি বলেন, ‘আমি মিনহাজুলকে বলি মিরাজকে শ্রীলংকায় পাঠানোর জন্য তখন জানতে পারি মিরাজ খুলনায় তাকে বলি দ্রুত ঢাকায় ফেরার জন্য শ্রীলংকায় যেতে হবেনাজমুল হাসান যোগ করেন, ‘শ্রীলংকা দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে দলে রাখার সিদ্ধান্ত নিই মিরাজ টেস্টে ভালো বোলিং করেছে আর সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে প্রথম ওয়ানডের দিন সকালে আমি যখন দলের সবার সঙ্গে আলোচনায় বসি, তখন মিরাজ নাকি সানজামুল, কাকে খেলানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি সিদ্ধান্ত নেয়া হয় মাঠে আসার পরগত পরশু ডাম্বুলায় প্রথম ওডিআইতে মেহেদী বোলিং উদ্বোধন করেন তিনি পুরো ১০ ওভার বোলিং করে দুটি উইকেট নেন ৪৩ রান দিয়ে
Recent Posts Widget