ভারতের
অন্যতম সেরা উইঙ্গার। গত মৌসুমেও ক্লাবের হয়ে খেলেও প্রচুর গোল করেছিলেন
তিনি । সেই ভারতীয় ফুটবলার সি কে বিনীত এখন ফুটবল ছেড়ে কৃষকের ভূমিকায়।
কান্নুরে ট্র্যাক্টর চালাচ্ছেন পৈত্রিক জমিতে।
চমকপ্রদ
এই ঘটনার ছবি দেখে সবাই অবাক হলেও বিনীত নিজে কিন্তু তা নন। বিনীত বলছেন ,
‘এখন তো ফুটবল মৌসুম নয়। তাই বাবাকে সাহায্য করতে মাঠে নেমেছি। আমার দাদাও
পেশায় ইঞ্জিনিয়ার। সে-ও বাড়িতে আসলে বাবাকে সাহায্য করে।’
নিজেদের জমিতে চাষ করতে ভালই লাগে বলে জানিয়েছেন বিনীত।
বেঙ্গালুরুতে
ছিলেন গত মৌসুমে। অফিসে যেতে পারেননি বলে সরকারি চাকরি গিয়েছে। আর কয়েকদিন
পরেই আইএসএলের নিলাম। যা খবর তাতে কেরলের এই নামী ফুটবলারটির দর উঠতে পারে
কোটি টাকা। টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment