শ্রীলঙ্কা
ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ বাড়লো সাবেক অধিনায়ক সনাথ
জয়সুরিয়ার। গত ৩০ জুন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছিলো। এখন তা বাড়িয়ে
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ বিষয়টি
নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এ
ব্যাপারে জয়সুরিয়া বলেন, ‘আমাকে এই দায়িত্বে বহাল রাখায় এসএলসিকে ধন্যবাদ।
দলের ক্রিকেটের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। এসএলসি ধারাবাহিকতা
চেয়েছিলো এবং আমাকে একই নির্বাচক ধরে রাখার অনুরোধ করেছে।’
জয়সুরিয়ার
পাশপাশি নির্বাচক কমিটির মেয়াদও বাড়লো। তাই জয়সুরিয়ার সঙ্গে রমেশ
কালুভিথারানা, আসানকা গুরুসিনহা, রনজি মাদুরুসিনহা এবং এরিক উপাশান্থা
আগামী ডিসেম্বর পর্যন্ত নির্বাচক কমিটির দায়িত্ব পালন করবেন। বাসস।
No comments:
Post a Comment