বিপিএলের টাইটেল স্পন্সর একেএস স্টীল

বিপিএলের টাইটেল স্পন্সর একেএস স্টীল
আগামী ৪ নভেম্বর থেকে সিলেটের মাঠে গড়াবে পদশের ঘরোয়া ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট বিপিএলের পঞ্চম আসর। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও এবারের আসরের খেলা হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এবার সাত দল খেলবে। দলগুলো হলো- ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিং, বরিশাল বুলস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
 
গত আসরের মত এবারও মূল পৃষ্ঠপোষক আবুল খায়ের স্টীল। এবারের বিপিএলের নাম ‘একেএস বিপিএল টি-২০-পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট।’
 
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আসরের পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করেন বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন। অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন আবুল খায়ের গ্রুপের পরিচালক (ব্রান্ড মার্কেটিং) নওশাদ করিম চৌধুরি ও কে স্পোর্টসের সিইও ফাহাদ এম এ করিম। এরপর এবারের আসরের লোগো উন্মোচন করা হয়। বাসস।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget