সাকিবের দেখানো পথে কোহলির পথচলা

সাকিবের দেখানো পথে কোহলির পথচলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হঠাৎ করেই সাদা পোশাক থেকে ছয় মাসের বিশ্রাম চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত অবসাদগ্রস্ততার কারণেই সাকিব এই বিশ্রাম চান। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয় তারকা ক্রিকেটারকে।
 
এবার সাকিবের দেখানো পথেই হাঁটছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগামী ডিসেম্বরে আসন্ন শ্রীলঙ্কা সফরে নিজেকে সরিয়ে নিতে আবেদন করেছেন ভারতের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে ডিসেম্বর মাসে ছুটি চেয়েছেন তিনি। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিসিসিআইয়ের সেই শীর্ষ কর্মকর্তা কোহলির ছুটির প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগত কারণে ডিসেম্বরে থাকতে পারবেন না বিরাট। বিসিসিআইকে জানিয়েছেন তিনি। টানা কয়েক বছর অবিরাম ক্রিকেট খেলে চলেছেন কোহলি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাই বিশ্রাম নিয়ে নতুন করে শুরু করতে চাইছেন তিনি।’ বিসিসিআই যদি কোহলির এই ছুটি মঞ্জুর করে তাহলে লঙ্কা সফরে একটি টেস্ট এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ তাকে ছাড়াই খেলতে হবে ভারতকে।
 
কদিন আগেই টানা আন্তর্জাতিক সূচিতে বিরক্ত হয়ে কোহলি বলেছিলেন, ‘টানা আন্তর্জাতিক সূচিতে খেলোয়াড়রা ব্যস্ত। এভাবে খেললে ভবিষ্যতে খুবই সমস্যা হওয়ার কথা। নিউজিল্যান্ড দলকে দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন ম্যাচই খেলেনি তারা। অথচ আমরা টানা খেলা মধ্যেই আছি।’ এরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করেন ভারতীয় এই অধিনায়ক।
 
তিন ধরনের ক্রিকেটেই ভারতের অধিনায়ক হওয়াতে এমনিতে কোহলির ওপরে চাপ প্রচুর। তার ওপর শ্রীলঙ্কা সিরিজের পরেই ভারত পাড়ি দেবে দক্ষিণ আফ্রিকায়। মনে করা হচ্ছে, নিজের অধিনায়ক জীবনের আপাতত সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন কোহলি। তার আগে বাড়তি বিশ্রাম নেওয়ার জন্যই এই ছুটির আবেদন কি না সে ব্যাপারেও জল্পনা শুরু হয়ে গিয়েছে।
 
এখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে কোহলির দল। রোববার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতীয় অধিনায়কের দুর্দান্ত এক সেঞ্চুরির পরও ছয় উইকেটে হেরেছে ভারত। এই ম্যাচটি ছিল কোহলির ২০০ তম ম্যাচ। ছুটি শেষে দক্ষিণ আফ্রিকা সিরিজেই মাঠে ফিরবেন কোহলি। এর আগে লঙ্কা সিরিজে সাদা পোশাকে অধিনায়ক হতে পারেন অজিঙ্কা রাহানে।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget