বর্ষসেরা কোচ জিদান

বর্ষসেরা কোচ জিদান
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। রিয়ালকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন এই ফরাসি কোচ। এছাড়া গত মৌসুমে তার অধীনে লা লিগা ট্রফিও জিতেছে রিয়াল। সেসব সাফল্যের স্বীকৃতি হিসেবে সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে জিদানের নাম ঘোষণা করা হয়েছে সেরা কোচ হিসেবে।
 
জিদান এই জয়ের ক্ষেত্রে পেছনে ফেলেছেন চেলসি কোচ অ্যান্টনিও কোন্টে ও জুভেন্টাস ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। নিজের সাফল্য ও অর্জনের জন্য দলের সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানিয়েছেন জিদান। তিনি বলেন, ‘এটা বিশেষ পুরস্কার। আমি সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণে এটা সম্ভব হয়েছে।’
 
রাফায়েল বেনিতেজ সরে যাওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পান জিদান। দায়িত্ব পেয়েই দলকে ১১তম ইউরোপিয়ান কাপ ‍জেতান তিনি। ফরাসি এই লিজেন্ড ফুটবলার সপ্তম ব্যক্তি যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে মহাদেশীয় শিরোপা জিতেছেন।
 
জিদান ছাড়াও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget